Bank Job : যে কোনও শাখার গ্র্যাজুয়েটদের জন্য দারুণ সুযোগ, সরকারী ব্যাঙ্কে ৬০০ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার !

0
130

নিউজবাংলা জব : কেন্দ্রীয় সরকারের জনপ্রিয় ব্যাঙ্কে চাকরীর বড়সড় সুযোগ এল যে কোনও শাখার গ্র্যাজুয়েটদের জন্য। প্রার্থী বাছাই করা হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে এপ্রিলে। প্রথমে হবে অনলাইন পরীক্ষা তারপর নথিপত্র যাচাই, এরপর ইন্টারভিউ এবং সব শেষে মেডিক্যাল টেস্টের মাধ্যমে ফাইনাল প্রার্থী বেছে নেওয়া হবে। নিয়োগের পর প্রথম ১ বছরের প্রবেশন। এ রাজ্যেও একাধিক পরীক্ষা সেন্টার রয়েছে।

কিভাবে আবেদন করবেন, (Bank Job) আবেদনের সময় কোন কোন বিষয় নজরে রাখতে হবে, বেতনক্রম কত, এমন অনেক খুঁটিনাটি বিষয় আমরা এই প্রতিবেদনে তুলে ধরছি।

কাজের নাম – অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার

নিয়োগকারী সংস্থা – আইডিবিআই ব্যাঙ্ক

বিজ্ঞপ্তি নম্বর : 2/2023-24

শূন্যপদ – ৬০০টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা –  যোগ্যতা: যে-কোনও শাখায় গ্র্যাজুয়েট, সঙ্গে ব্যাঙ্ক, ফিনান্সিয়াল সার্ভিস ও ইনশিওরেন্স সেক্টরে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতনক্রম : ৩৬,০০০-৬৩, ৮৪০

বয়স : ১-১-২০২৩ তারিখে ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তফসিলিরা ৫, ও বি সিরা ৩, দৈহিক প্রতিবন্ধীরা ১০ বছরের ছাড় পাবেন। প্রাক্তন সমরকর্মীরা নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।

শূন্যপদের বিন্যাস : সাধারণ ২৪৪, তফসিলি জাতি ১৯০, তফসিলি উপজাতি ১৭, ও বি সি ৮৯, আর্থিক ভাবে অনগ্রসর ৬০। এর মধ্যে শ্রবণসংক্রান্ত, দৃষ্টিসংক্রান্ত, অস্থিসংক্রান্ত, বৌদ্ধিক-সহ একাধিক প্রতিবন্ধকতাসম্পন্ন প্রার্থীদের জন্য ৮টি করে শূন্যপদ সংরক্ষিত হবে।

কিভাবে আবেদন করবেন – ওয়েবসাইটে প্রথমে রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড পাওয়া যাবে। এগুলি টুকে রাখবেন। দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর জেপিজি বা জেপেগ ফর্ম্যাটে স্ক্যান করা রঙিন পাসপোর্ট মাপের ফটো (হালকা রং বা সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা, ২০০×230 পিক্সেল ডাইমেনশনে, ২০ থেকে ৫০ কেবি সাইজের মধ্যে), কালো কালিতে করা সই (১৪০×৬০ পিক্সেল ডাইমেনশনে, ১০ থেকে ২০ কেবি সাইজের মধ্যে)।

এছাড়াও বুড়ো আঙুলের ছাপ (২৪০×২৪০ পিক্সেল ডাইমেনশনে, ২০ থেকে ৫০ কেবি সাইজের মধ্যে), ইংরেজিতে নির্দিষ্ট বয়ানে কালো কালিতে প্রার্থীর নিজের হাতে লেখা ডিক্লারেশন (৮০০×৪০০ পিক্সেল ডাইমেনশনে, ৫০ থেকে ১০০ কেবি সাইজের মধ্যে) আপলোড করতে হবে। ডিক্লারেশনের বয়ান পাবেন নিম্নোক্ত ওয়েবসাইটে। প্রার্থীর চালু ই-মেল আই ডি থাকতে হবে।

আবেদনের ফি – ১,০০০ টাকা। তফসিলি ও দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ২০০ টাকা।  ফি জমা দেওয়ার পর প্রাপ্ত ই-রিসিপ্টের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি নিজের কাছে রাখবেন। পরে কাজে লাগবে। এছাড়াও অনলাইন দরখাস্তের এক কপি সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট নেবেন। এগুলি কোথাও পাঠাতে হবে না। পরে দরকার হবে।

পরীক্ষার বিষয়বস্তু – পরীক্ষায় প্রশ্ন হবে এই সব বিষয়ে: লজিক্যাল রিজনিং, ডেটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন (৬০ নম্বর), ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৪০ নম্বর), কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড (৪০ নম্বর) এবং জেনারেল/ ইকনমি/ ব্যাঙ্কিং অ্যাওয়্যারনেস/কম্পিউটার/ইনফর্মেশন টেকনোলজি (৬০ নম্বর) । সময় ২ ঘণ্টা। ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং হবে।

পশ্চিমবঙ্গের পরীক্ষাকেন্দ্রগুলি হল : বৃহত্তর কলকাতা, হুগলি, কল্যাণী, আসানসোল, দুর্গাপুর এবং শিলিগুড়িতে পরীক্ষাকেন্দ্র রয়েছে বলে জানা গেছে।

আবেদনের শেষ দিন – ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ অনলাইনে আবেদনের শেষ দিন

আবেদন করতে হবে যে ওয়েবসাইটে – www.idbibank.in

এই কাজে যে সমস্ত তফসিলি এবং ও বি সি প্রার্থীরা আবেদন করবেন তারা চাইলেই নিখরচায় পরীক্ষার প্রস্তুতির প্রশিক্ষণ নিতে পারেন দেশজুড়ে থাকা বিভিন্ন কেন্দ্রে। আগ্রহীরা সংশ্লিষ্ট ব্যাঙ্কের ওয়েবসাইটে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারেন।

Statutory Warning – জব.নিউজবাংলা.কম (https:jobs.newzbangla.com) একটি সংবাদ সংস্থা। আমরা কেবলমাত্র চাকরী সংক্রান্ত সংবাদ প্রকাশ করি। এই সংস্থা কোনওভাবেই কোনও চাকরীপ্রার্থীকে কাজের প্রতিশ্রুতি প্রদান করে না। অর্থের বিনিময়ে কোনও প্রকারে ইন্টারভিউতে বসিয়ে দেওয়া বা চাকরী পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেয় না। কোনও ধরণের রেজিষ্ট্রেশান ফি, ফেরৎযোগ্য টাকাও দাবী করে না। কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান যদি চাকরীর প্রলোভন দেখিয়ে অর্থ দাবী করে তাহলে এমন কোনও প্রতারণার ফাঁদে পা দেবেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here