নিউজবাংলা জব : কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ ও অফিসে কাজের জন্য ‘মাল্টি টাস্কিং (ননটেকনিক্যাল) স্টাফ’ ও ‘হাবলদার’ পদে ১২,৫২৩ জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। এই পদের শূন্যপদ ১১,৪০৯ থেকে বেড়ে ১২,৫২৩ জন হয়েছে। কোন পদে কোন রিজিয়নে ও কোন রাজ্যে ক’টি শূন্যপদ তা নিচে দেওয়া হল। চাকরি হবে জেনারেল সেন্ট্রাল সার্ভিস ‘গ্রুপ-সি’ নন-গেজেটেড নন মিনিস্ট্রিয়াল পদে। মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা দুই পদের জন্যই আবেদন করতে পারেন।
হাবিলদার পদ-এর বেলায় – শরীরের মাপজোখ হবে
- ছেলেদের ক্ষেত্রে লম্বায় অন্তত ১৫৭.৫ সেমি (গোর্খা ও তপশিলী উপজাতি হলে ১৫২.৫ সেমি),
- বুকের ছাতি অন্তত ৮১ সেমি (অন্তত ৫ সেমি ফোলানোর ক্ষমতা থাকতে হবে)।
- মেয়েদের ক্ষেত্রে লম্বায় অন্তত ১৫২ সেমি (গোর্খা ও তপশিলী উপজাতি হলে ১৪৯.৫ সেমি)
- আর ওজন অন্তত ৪৮ কেজি (গোর্খা ও তপশিলী উপজাতি হলে ৪৬ কেজি)।
বয়স – মাল্টি টাস্কিং স্টাফ ও হাবিলদার (সেন্ট্রাল ব্যুরো অফ ন্যারকোটিক্সের রেভেনিউ বিভাগের জন্য) ১-১-২০২৩’র হিসাবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। জন্মতারিখ – ২-১-১৯৯৮ থেকে ১-১-২০০৫ এর মধ্যে।
হাবিলদার (সেন্ট্রাল বোর্ড অফ ইনডায়রেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টমসের রেভেনিউ বিভাগের জন্য) আর মাল্টি টাস্কিং স্টাফ-এর কিছু পদের জন্য ১-১-২০২৩’র হিসাবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে, অর্থাৎ জন্ম-তারিখ হতে হবে ২-১-১৯৯৬ থেকে ১-১-২০০৫ এর মধ্যে।
ও.বি.সি. সম্প্রদায়ের প্রার্থীরা ৩ বছর, তপশিলীরা ৫ বছর, দৈহিক প্রতিবন্ধীরা ১০ (তপশিলী হলে ১৫, ও.বি.সি. হলে ১৩) বছর, বিধবা,বিবাহ-বিচ্ছিন্না মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে ১০ (তপশিলী হলে ১৫, ও.বি.সি. হলে ১৩) বছর ও কেন্দ্রীয় সরকারি কর্মী আর প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন।
মূল মাইনে – পে ম্যাট্রিক্স সপ্তম পে কমিশন অনুযায়ী।
শূন্যপদ :-
- মাল্টি টাস্কিং স্টাফ পদে (১৮ থেকে ২৫ বছরের মধ্যে বয়সের প্রার্থীদের) ৯,৩২৯টি
- মাল্টি টাস্কিং স্টাফ পদে (১৮ থেকে ২৭ বছরের মধ্যে বয়সের প্রার্থীদের) ২,৬৬৫টি
- হাবিলদার পদে ৫২১টি।