HomeUncategorizedCentral Govt Job : মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য কেন্দ্রীয় সরকারে ১২,৫২৩ মাল্টি...

Central Govt Job : মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য কেন্দ্রীয় সরকারে ১২,৫২৩ মাল্টি টাস্কিং স্টাফ, হাবিলদার নিয়োগ !

-

Central Govt Job : মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য কেন্দ্রীয় সরকারে ১২,৫২৩ মাল্টি টাস্কিং স্টাফ, হাবিলদার নিয়োগ !

spot_img
spot_img

নিউজবাংলা জব :  কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ ও অফিসে কাজের জন্য ‘মাল্টি টাস্কিং (ননটেকনিক্যাল) স্টাফ’ ও ‘হাবলদার’ পদে ১২,৫২৩ জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। এই পদের শূন্যপদ ১১,৪০৯ থেকে বেড়ে ১২,৫২৩ জন হয়েছে। কোন পদে কোন রিজিয়নে ও কোন রাজ্যে ক’টি শূন্যপদ তা নিচে দেওয়া হল। চাকরি হবে জেনারেল সেন্ট্রাল সার্ভিস ‘গ্রুপ-সি’ নন-গেজেটেড নন মিনিস্ট্রিয়াল পদে। মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা দুই পদের জন্যই আবেদন করতে পারেন।

হাবিলদার পদ-এর বেলায়  – শরীরের  মাপজোখ  হবে

  • ছেলেদের ক্ষেত্রে লম্বায় অন্তত ১৫৭.৫ সেমি (গোর্খা ও তপশিলী উপজাতি হলে ১৫২.৫ সেমি),
  • বুকের ছাতি অন্তত ৮১ সেমি (অন্তত ৫ সেমি ফোলানোর ক্ষমতা থাকতে হবে)।
  • মেয়েদের ক্ষেত্রে লম্বায় অন্তত ১৫২ সেমি (গোর্খা ও তপশিলী উপজাতি হলে ১৪৯.৫ সেমি)
  • আর ওজন অন্তত ৪৮ কেজি (গোর্খা ও তপশিলী উপজাতি হলে ৪৬ কেজি)।

বয়সমাল্টি টাস্কিং স্টাফ হাবিলদার (সেন্ট্রাল ব্যুরো অফ ন্যারকোটিক্সের রেভেনিউ বিভাগের জন্য) ১-১-২০২৩’র হিসাবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। জন্মতারিখ – ২-১-১৯৯৮ থেকে ১-১-২০০৫ এর মধ্যে।

হাবিলদার (সেন্ট্রাল বোর্ড অফ ইনডায়রেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টমসের রেভেনিউ বিভাগের জন্য) আর মাল্টি টাস্কিং স্টাফ-এর কিছু পদের জন্য ১-১-২০২৩’র হিসাবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে, অর্থাৎ জন্ম-তারিখ হতে হবে ২-১-১৯৯৬ থেকে ১-১-২০০৫ এর মধ্যে।

ও.বি.সি. সম্প্রদায়ের প্রার্থীরা ৩ বছর, তপশিলীরা ৫ বছর, দৈহিক প্রতিবন্ধীরা ১০ (তপশিলী হলে ১৫, ও.বি.সি. হলে ১৩) বছর, বিধবা,বিবাহ-বিচ্ছিন্না মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে ১০ (তপশিলী হলে ১৫, ও.বি.সি. হলে ১৩) বছর ও কেন্দ্রীয় সরকারি কর্মী আর প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন।

মূল মাইনে – পে ম্যাট্রিক্স সপ্তম পে কমিশন অনুযায়ী।

শূন্যপদ :-

  • মাল্টি টাস্কিং স্টাফ পদে (১৮ থেকে ২৫ বছরের মধ্যে বয়সের প্রার্থীদের) ৯,৩২৯টি
  • মাল্টি টাস্কিং স্টাফ পদে (১৮ থেকে ২৭ বছরের মধ্যে বয়সের প্রার্থীদের) ২,৬৬৫টি
  • হাবিলদার পদে ৫২১টি।

Statutory Warning – Newz Bangla একটি স্বতন্ত্র সংবাদ পরিবেশক সংস্থা। আমরা বিভিন্ন জব পোর্টাল, সংবাদপত্র ও ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চাকরী সংক্রান্ত সংবাদ প্রকাশ করি। এই সংস্থা কোনওভাবেই কোনও চাকরীপ্রার্থীকে কাজের প্রতিশ্রুতি প্রদান করে না। অর্থের বিনিময়ে কোনও প্রকার ইন্টারভিউতে বসিয়ে দেওয়া বা চাকরী পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় না। কোনও ধরণের রেজিষ্ট্রেশান ফি, ফেরৎযোগ্য টাকাও দাবী করে না। কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান যদি চাকরীর প্রলোভন দেখিয়ে অর্থ দাবী করে তাহলে নির্দিষ্ট প্রশাসনিক বিভাগের কাছে অভিযোগ জানান। এমন কোনও প্রতারণার ফাঁদে পা দেবেন না।

spot_img

NewzBanglaJob.com চ্যানেলে এক ঝলকে পেয়ে যাবেন সমস্ত কেন্দ্র ও রাজ্য সরকারী এবং গুরুত্বপূর্ণ বেসরকারী সংস্থায় কাজের এক্সক্লুসিভ কভারেজ সহ লেটেস্ট আপডেট। তাই আমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব সহ সোশ্যাল পেজগুলিতে লাইক করতে ভুলবেন না।

নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST POSTS

Bank job : একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কয়েক হাজার ক্লারিক্যাল ক্যাডার নিয়োগ, শুধুমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমেই !

NewzBangla Job : সারা ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটস' অর্থাৎ,'ক্লারিক্যাল ক্যাডারে' কয়েক হাজার জন ছেলেমেয়ে নিচ্ছে। নেওয়া হবে 'ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন...

Axis Bank Job : একঝাঁক তরুণ-তরুণী নিয়োগ করতে চলেছে অ্যাক্সিস ব্যাঙ্ক, মেগা ওয়াক ইন ইন্টারভিউ কবে কোথায় এখনই জেনে নিন !

NewzBangla Job : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে একঝাঁক তরুণ তরুণীকে নিয়োগ করতে চলেছে জনপ্রিয় বেসরকারী ব্যাঙ্কিং সংস্থা Axis Bank। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই নিয়োগ...

Age Calculator

Calculate your age as on Current Date   Calculate your age to Given Date  

IB Security Job 2025 : মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য দুর্দান্ত সুযোগ, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় কলকাতা সহ একাধিক জায়গায় ৫ হাজার সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ !

NewzBangla Job : কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ইন্টেলিজেন্স ব্যুবো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট /এক্সিকিউটিভ' পদে, ৪,৯৮৭ জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য: শিক্ষাগত যোগ্যতা...

Follow us

14,000FansLike
2,500FollowersFollow
5,500SubscribersSubscribe

Most Popular

spot_img