HomeHaldia karmasangbad JobHaldia Job vacancy : মডার্ন ইন্ডিয়া কনকাস্ট-এ একলপ্তে ১৪৮ জন নিয়োগ, স্কিলড-আনস্কিলড-সেমি...

Haldia Job vacancy : মডার্ন ইন্ডিয়া কনকাস্ট-এ একলপ্তে ১৪৮ জন নিয়োগ, স্কিলড-আনস্কিলড-সেমি স্কিলড-এর জন্য আবেদনের মস্ত সুযোগ !

-

Haldia Job vacancy : মডার্ন ইন্ডিয়া কনকাস্ট-এ একলপ্তে ১৪৮ জন নিয়োগ, স্কিলড-আনস্কিলড-সেমি স্কিলড-এর জন্য আবেদনের মস্ত সুযোগ !

spot_img
spot_img

হলদিয়া : হলদিয়ার জনপ্রিয় শিল্প সংস্থা মডার্ন ইন্ডিয়া কনকাস্ট লিমিটেডে চুক্তিভিত্তিতে  একসঙ্গে ১৪৮ জনকে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন পদে। যে কোনও শাখার গ্র্যাজুয়েট থেকে ম্যাট্রিকুলেশান পাশ যুবকদের জন্য নিয়োগের দরজা খুলে দিয়েছে সংস্থাটি। আবেদনের জন্য হাতে কিছুটা সময় রয়েছে। আগের মতোই অনলাইন ও অফলাইনে আবেদন জমা করুন। প্রাথমিক ভাবে যে সমস্ত বায়োডাটা বাছাই করা হবে তাঁদের ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য।

কিভাবে অনলাইন বা অফলাইন আবেদন তার খুঁটিনাটি বিবরণ আপনারা এই প্রতিবেদনের নিচেই দেখতে পাবেন। এবার একঝলকে দেখে নিন কোন কোন কাজে নিয়োগ হচ্ছে। যারা অফলাইনে সরাসরি নিয়োগকারী সংস্থায় আবেদন করতে চান তাঁরা প্রতিটি নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশানের লিংক-এ ক্লিক করুন (নিয়োগের অফিসিয়াল লিংকগুলি দেখতে প্রতিবেদনের নীচের দিকে স্ক্রল করুন)।

১। কাজের নাম – CONTROL ROOM OPERATOR

  • নিয়োগকারী সংস্থা – SINGH CONSTRUCTION COMPANY
  • কাজের সাইট – MODERN INDIAN CON-CAST LIMITED
  • শূন্যপদ – ০৫টি
  • শিক্ষাগত যোগ্যতা – গ্র্যাজুয়েট / ম্যাট্রিকুলেশান + ৩ + ৫
  • অভিজ্ঞতা – FERRO ALLOYS FIELD-এ ৫ থেকে ৭ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • বয়স – ১৮ থেকে ৪০ বছর
  • বেতন – সরকার নির্ধারিত বেতন কাঠামো
  • কাজের শ্রেণী – চুক্তিভিত্তিক

২। কাজের নাম – STOCKING CAR OPERATOR

  • নিয়োগকারী সংস্থা – SINGH CONSTRUCTION COMPANY
  • কাজের সাইট – MODERN INDIAN CON-CAST LIMITED
  • শূন্যপদ – ০৪টি
  • শিক্ষাগত যোগ্যতা – ম্যাট্রিকুলেশান / ড্রাইভার + হেভি লাইসেন্স
  • অভিজ্ঞতা –অভিজ্ঞরা অগ্রাধিকার পাবেন
  • বয়স – ১৮ থেকে ৪০ বছর
  • বেতন – সরকার নির্ধারিত বেতন কাঠামো
  • কাজের শ্রেণী – চুক্তিভিত্তিক

৩। কাজের নাম – TAPPER

  • নিয়োগকারী সংস্থা – SINGH CONSTRUCTION COMPANY
  • কাজের সাইট – MODERN INDIAN CON-CAST LIMITED
  • শূন্যপদ – ০৭টি
  • শিক্ষাগত যোগ্যতা – ম্যাট্রিকুলেশান
  • অভিজ্ঞতা – কমপক্ষ্যে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন
  • বয়স – ১৮ থেকে ৪০ বছর
  • বেতন – সরকার নির্ধারিত বেতন কাঠামো

 ৪। কাজের নাম – TAPPING HELPER

  • নিয়োগকারী সংস্থা – SINGH CONSTRUCTION COMPANY
  • কাজের সাইট – MODERN INDIAN CON-CAST LIMITED
  • শূন্যপদ – ৬০টি
  • শিক্ষাগত যোগ্যতা – ম্যাট্রিকুলেশান
  • অভিজ্ঞতা – Person with good Physique and exposure to Hot Zone
  • বয়স – ১৮ থেকে ৪০ বছর
  • বেতন – সরকার নির্ধারিত বেতন কাঠামো

 ৫। কাজের নাম – DRIVER

  • নিয়োগকারী সংস্থা – SINGH CONSTRUCTION COMPANY
  • কাজের সাইট – MODERN INDIAN CON-CAST LIMITED
  • শূন্যপদ – ২০টি
  • শিক্ষাগত যোগ্যতা – ম্যাট্রিকুলেশান, হেভি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে
  • অভিজ্ঞতা – কমপক্ষ্যে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন
  • বয়স – ১৮ থেকে ৪০ বছর
  • বেতন – সরকার নির্ধারিত বেতন কাঠামো

 ৬। কাজের নাম – HELPER IN DIFFERENT AREAS

  • নিয়োগকারী সংস্থা – SINGH CONSTRUCTION COMPANY
  • কাজের সাইট – MODERN INDIAN CON-CAST LIMITED
  • শূন্যপদ – ৫২টি
  • শিক্ষাগত যোগ্যতা – ম্যাট্রিকুলেশান & Person with Good Physique
  • অভিজ্ঞতা – কমপক্ষ্যে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন
  • বয়স – ১৮ থেকে ৪০ বছর
  • বেতন – সরকার নির্ধারিত বেতন কাঠামো

উপরোক্ত আবেদনের শেষ দিন – ৫ই জানুয়ারী ২০২২ (বিকেল ২টো পর্যন্ত অফলাইন আবেদন নেওয়া হবে, এবং রাত্রি ১২টা পর্যন্ত অলনাইন আবেদনের দরজা খোলা থাকছে)

এই আবেদনের অফিসিয়াল নোটিশ দেখতে MODERN INDIAN CON-CAST LIMITED RECRUITMENT NOTICE এই লিংক-এ ক্লিক করুন।

আরও পড়ুন – হলদিয়ায় টাটা পাওয়ারে ITI, Diploma, B-Tech সহ ২৫টি পদে চুক্তিভিত্তিতে নিয়োগের দরজা খুলল !

আরও পড়ুন – বিপুল পরিমানে ফিটার, ট্যাপিং হেল্পার, মেশিনিষ্ট সহ বিভিন্ন পদে ৫৫জন লোক নিয়োগ করছে হলদিয়ার জনপ্রিয় শিল্প সংস্থা !

আরও পড়ুন – মেকানিক্যাল ফেব্রিকেশানের কাজে একাধিক পদে চুক্তি ভিত্তিতে কর্মী চাইছে হলদিয়ার একটি সংস্থা, আর কোন কোন জায়গায় কাজের সুযোগ আছে দেখে নিন !

আরও পড়ুন – স্ক্যাফোল্ড সুপারভাইজার নিয়োগ করছে হলদিয়ার একটি সংস্থা !

কিভাবে অনলাইন  অফলাইনে আবেদন করবেনকিভাবেই বা রেজিষ্ট্রেশান করবেন সরকারী জব পোর্টালে দেখে নিন নীচে দেওয়া লিংকগুলিতে ক্লিক করেঅনলাইন রেজিষ্ট্রেশান (কিভাবে অনলাইন রেজিষ্ট্রেশান দেখতে এখানে ক্লিক করুন), অনলাইন প্রোফাইল আপডেট (কিভাবেই বা করবেন অনলাইনে প্রোফাইল আপডেট জানতে এই লিংক-এ ক্লিক করুন) এবং অফলাইনে আবেদনের পদ্ধতি ও নির্ধারিত ফর্ম (কোথায় কিভাবে অফলাইন আবেদন, এবং আবেদনের ফর্মটি পেতে এই লিংক-এ ক্লিক করুন)এর লিংকগুলি আপনাদের জন্য দেওয়া হল।

Statutory Warning – নিউজবাংলা.কম একটি সংবাদ সংস্থা। আমরা কেবলমাত্র চাকরী সংক্রান্ত সংবাদ প্রকাশ করি। এই সংস্থা কোনওভাবেই কোনও চাকরীপ্রার্থীকে কাজের প্রতিশ্রুতি প্রদান করে না। অর্থের বিনিময়ে কোনও প্রকারে ইন্টারভিউতে বসিয়ে দেওয়া বা চাকরী পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় না। কোনও ধরণের রেজিষ্ট্রেশান ফি, ফেরৎযোগ্য টাকাও দাবী করে না। কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান যদি চাকরীর প্রলোভন দেখিয়ে অর্থ দাবী করে তাহলে এমন কোনও প্রতারণার ফাঁদে পা দেবেন না।

spot_img

এখন থেকে নিউজবাংলা চ্যানেলে এক ঝলকে পেয়ে যাবেন সমস্ত কেন্দ্র ও রাজ্য সরকারী এবং গুরুত্বপূর্ণ বেসরকারী সংস্থায় কাজের এক্সক্লুসিভ কভারেজ সহ লেটেস্ট আপডেট। তাই আমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব সহ সোশ্যাল পেজগুলিতে লাইক করতে ভুলবেন না।

নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST POSTS

Haldia Job Vacancy : কাজ চাইছেন হলদিয়ায়, এই লোভনীয় শূন্যপদগুলিতে আবেদন করুন এখনই !

নিউজবাংলা জব : কর্মসংবাদ পোর্টালের মাধ্যমে এখন হলদিয়ার বিভিন্ন শিল্পকারখানায় নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশিত হতে শুরু করেছে। এই মুহূর্তে হলদিয়ার (Haldia Job Vacancy) একাধিক গুরুত্বপূর্ণ কারখানায়...

Haldia Job Vacancy : হলদিয়া শিল্পাঞ্চলে এই মুহূর্তে কোন কোন কারখানায় নিয়োগ, কারা আবেদন করতে পারবেন জেনে নিন এখনই !

হলদিয়া : এই মুহূর্তে হলদিয়া শিল্পাঞ্চলের একাধিক কারখানায় নিয়োগ হচ্ছে একঝাঁক টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল কর্মী। যে সমস্ত কাজে আবেদন করা যাবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য...

Haldia Job Vacancy : এই মুহূর্তে হলদিয়া শিল্পাঞ্চলে ১০৭টি শূন্যপদে নিয়োগ হচ্ছে, আবেদন করতে হবে দ্রুত !

NewzBangla Job : হলদিয়া শিল্পাঞ্চলে এই মুহূর্তে একাধিক শিল্পাঞ্চলে প্রায় ১০৭টি শূন্যপদে কর্মী নিয়োগ হচ্ছে চুক্তিভিত্তিতে। ইলেক্ট্রিশিয়ান, কম্পিউটার অপারেটার থেকে শুরু করে একাধিক টেকনিক্যাল ও...

Karmasangbad : এবার কর্মসংবাদে যুক্ত হল পশ্চিম মেদিনীপুর, এক ঝলকে দেখে নিন বিস্তারিত কাজের খবর !

NewzBangla Desk :  হলদিয়া, পশ্চিম বর্ধমানের পর এবার কর্মসংবাদ পোর্টালে যুক্ত হল পশ্চিম মেদিনীপুরের শিল্পাঞ্চলগুলি। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলা থেকে আসতে শুরু করেছে কাজের খবর।...

Follow us

14,000FansLike
2,500FollowersFollow
5,500SubscribersSubscribe

Most Popular

spot_img