HomeNewzbangla Central Govt JobJob Vacancy : গ্র্যাজুয়েটদের জন্য ইন্ডিয়ান ব্যাঙ্কে নিয়োগের দুর্দান্ত সুযোগ, সব থেকে...

Job Vacancy : গ্র্যাজুয়েটদের জন্য ইন্ডিয়ান ব্যাঙ্কে নিয়োগের দুর্দান্ত সুযোগ, সব থেকে বেশী শূন্যপদ বাংলায় !

-

Job Vacancy : গ্র্যাজুয়েটদের জন্য ইন্ডিয়ান ব্যাঙ্কে নিয়োগের দুর্দান্ত সুযোগ, সব থেকে বেশী শূন্যপদ বাংলায় !

spot_img
spot_img

নিউজবাংলা জব ভ্যাকেন্সি : ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাপ্রেন্টিস হিসাবে ১,৫০০ জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা (Job Vacancy) আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১-৭-২০২৪ এর হিসাবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি.’রা ৩ বছর, প্রাক্তন সমরকর্মী ও প্রতিবন্ধীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। ১ বছরের ট্রেনিং। তখন স্টাইপেন্ড মাসে রুরাল / সেমি আরবান-এর বেলায় ১২,০০০ টাকা, মেট্রো / আরবান এলাকার বেলায় ১৫,০০০ টাকা । যে রাজ্যের শূন্যপদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষায় পড়তে, লিখতে ও বলতে পারা দরকার। কোন রাজ্যে ক’টি সীট আছে :

কোন রাজ্যে কতগুলি শূন্যপদ-

পশ্চিমবঙ্গ ১৫২টি (জেনাঃ ৬৩, তঃজাঃ ৩৪, তঃউঃজাঃ ৭, ও.বি.সি. ৩৩, ই.ডব্লু.এস. ১৫, প্রতিবন্ধী ৬)। অন্ধ্র প্রদেশ ৮২টি, অরুণাচল প্রদেশ ১টি, অসম ২৯টি, বিহার ৭৬টি, চন্ডীগড় ২টি, ছত্তিশগড় ১৭টি, গোয়া ২টি, গুজরাট ৩৫টি, হরিয়ানা ৩৭টি, হিমাচল প্রদেশ ৬টি, জম্মু কাশ্মীর ৩টি, ঝাড়খন্ড ৪২টি, কর্ণাটক ৪২, কেরল ৪৪, মধ্যপ্রদেশ ৫৯, মহারাষ্ট্র ৬৮, মণিপুর ২টি, মেঘালয় ১টি, নাগাল্যান্ড ২টি, দিল্লি (এন.সি.টি.) ৩৮টি, ওড়িশা ৫০টি, পুদুচেরি ৯টি, পঞ্জাব ৫৪, রাজস্থান ৩৭, তামিলনাড়ু ২৭৭, তেলেঙ্গানা ৪২,  ত্রিপুরা ১টি, উত্তর প্রদেশ ২৭৭, উত্তরাখন্ড ১৩।

প্রার্থী বাছাই হবে কিভাবে –

প্রার্থী বাছাই হবে অনলাইন টেস্টের মাধ্যমে।

কত নম্বরের পরীক্ষা, সিলেবাস কি থাকছে –

১ ঘন্টার পরীক্ষায় ১০০ নম্বরের ১০০টি প্রশ্ন হবে এই সব বিষয়ে : জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড, রিজনিং অ্যাপ্টিটিউড অ্যান্ড কম্পিউটার নলেজ। প্রতিটি পার্টে ২৫ নম্বরের ২৫টি প্রশ্ন হবে। প্রতিটি পার্টে সময় থাকবে ১৫ মিনিট। নেগেটিভ মার্কিং আছে। ৪টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ১ নম্বর কাটা হবে। ন্যূনতম স্কোর করতে হবে। তপশিলী, ও.বি.সি. ও প্রতিবন্ধীরা স্কোরিংয়ে ৫% নম্বরে ছাড় পাবেন।

পরীক্ষাকেন্দ্রগুলি কোন কোন জায়গায় থাকছে-

পরীক্ষা হবে এইসব কেন্দ্রে : আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, বোকারো স্টিল সিটি, ধানবাদ, হাজারিবাগ, জামশেদপুর, রাঁচী, আগরতলা, ডিব্ৰুগড়, গুয়াহাটি, শিলচর, তেজপুর, জোড়হাট, ভিলাই নগর, বিলাসপুর, রায়পুর। লিখিত পরীক্ষায় সফল হলে স্থানীয় ভাষার পরীক্ষা, ইন্টারভিউ ও ডাক্তারি পরীক্ষা। এরপর রাজ্যভিত্তিক তালিকা তৈরি হবে।

কিভাবে কতদিনের মধ্যে আবেদন করবেন-

দরখাস্ত করবেন অনলাইনে, ৩১ জুলাই পর্যন্ত। এই ওয়েবসাইটে : www.indianbank.in, https:// www.nats.education.gov.in

আবেদনের সময় কি কি প্রয়োজন –

এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি. থাকতে হবে। এছাড়াও পাশপোর্ট মাপের ফটো ও সিগনেচার স্ক্যান করে নেবেন জে.পি.জি. বা, জে.পি.ই.জি. ফর্ম্যাটে। ফটো রঙিন হতে হবে ও ফটো 200×200 পিক্সেল হতে হবে। সিগনেচার ১৪০×৬০ পিক্সেল হতে হবে। ফটো ও সিগনেচার 200 ডি.পি.আই.’তে স্ক্যান করবেন।

এরই পাশাপাশি ইংরেজীতে লেখা ডিক্লিয়ারেশান সাদা কাগজে নিজস্ব হ্যান্ড রাইটিংয়ে লিখে স্ক্যান করে আপলোড করতে হবে। “……. (Name of the candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required”। পরীক্ষা ফী বাবদ ৫০০ (মহিলা, তপশিলীদের বেলায় ফী লাগবে না) টাকা অনলাইনে জমা দিতে হবে। আরও বিস্তারিত তথ্য জানতে INDIAN BANK JOB NOTIFICATION এই নোটিফিকেশানটি দেখে নিন।

spot_img

এখন থেকে নিউজবাংলা চ্যানেলে এক ঝলকে পেয়ে যাবেন সমস্ত কেন্দ্র ও রাজ্য সরকারী এবং গুরুত্বপূর্ণ বেসরকারী সংস্থায় কাজের এক্সক্লুসিভ কভারেজ সহ লেটেস্ট আপডেট। তাই আমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব সহ সোশ্যাল পেজগুলিতে লাইক করতে ভুলবেন না।

নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST POSTS

Haldia Job Vacancy : হলদিয়া শিল্পাঞ্চলে এই মুহূর্তে কোন কোন কারখানায় নিয়োগ, কারা আবেদন করতে পারবেন জেনে নিন এখনই !

হলদিয়া : এই মুহূর্তে হলদিয়া শিল্পাঞ্চলের একাধিক কারখানায় নিয়োগ হচ্ছে একঝাঁক টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল কর্মী। যে সমস্ত কাজে আবেদন করা যাবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য...

Haldia Job Vacancy : এই মুহূর্তে হলদিয়া শিল্পাঞ্চলে ১০৭টি শূন্যপদে নিয়োগ হচ্ছে, আবেদন করতে হবে দ্রুত !

NewzBangla Job : হলদিয়া শিল্পাঞ্চলে এই মুহূর্তে একাধিক শিল্পাঞ্চলে প্রায় ১০৭টি শূন্যপদে কর্মী নিয়োগ হচ্ছে চুক্তিভিত্তিতে। ইলেক্ট্রিশিয়ান, কম্পিউটার অপারেটার থেকে শুরু করে একাধিক টেকনিক্যাল ও...

Karmasangbad : এবার কর্মসংবাদে যুক্ত হল পশ্চিম মেদিনীপুর, এক ঝলকে দেখে নিন বিস্তারিত কাজের খবর !

NewzBangla Desk :  হলদিয়া, পশ্চিম বর্ধমানের পর এবার কর্মসংবাদ পোর্টালে যুক্ত হল পশ্চিম মেদিনীপুরের শিল্পাঞ্চলগুলি। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলা থেকে আসতে শুরু করেছে কাজের খবর।...

Haldia Job Vacancy : হলদিয়ার গোকুল এগ্রো রিসোর্সে ৮ম শ্রেণী পাশে ১৬০টি নিয়োগ, আর কোন কোন সংস্থায় শূন্যপদে আবেদন জেনে নিন এখনই !

নিউজবাংলা জব : হলদিয়া শিল্পাঞ্চলের জনপ্রিয় শিল্পসংস্থা গোকুল এগ্রো রিসোর্স লিমিটেডে ৮ম শ্রেণী পাশের ওপর ১৬০টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। চুক্তিভিত্তিতে হলেও দীর্ঘ মেয়াদে এই...

Follow us

14,000FansLike
2,500FollowersFollow
5,500SubscribersSubscribe

Most Popular

spot_img