HomeKarmasangbadKarmasangbad : এবার কর্মসংবাদে যুক্ত হল পশ্চিম মেদিনীপুর, এক ঝলকে দেখে নিন...

Karmasangbad : এবার কর্মসংবাদে যুক্ত হল পশ্চিম মেদিনীপুর, এক ঝলকে দেখে নিন বিস্তারিত কাজের খবর !

-

spot_imgspot_img

Karmasangbad : এবার কর্মসংবাদে যুক্ত হল পশ্চিম মেদিনীপুর, এক ঝলকে দেখে নিন বিস্তারিত কাজের খবর !

NewzBangla Desk :  হলদিয়া, পশ্চিম বর্ধমানের পর এবার কর্মসংবাদ পোর্টালে যুক্ত হল পশ্চিম মেদিনীপুরের শিল্পাঞ্চলগুলি। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলা থেকে আসতে শুরু করেছে কাজের খবর। এই মুহূর্তে খড়্গপুরের একটি শিল্প কারখানায় নিয়োগের বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য নীচে দেওয়া হল।

সরকারী এই জব পোর্টালের নিয়ম অনুযায়ী আবেদনকারীরা অনলাইন বা অফলাইন দুই পদ্ধতিতেই আবেদন জমা করতে পারবেন। অফলাইনে আবেদন জমা করতে হবে খড়্গপুরের কৌশল্যায় অবস্থিত পশ্চিম মেদিনীপুর জেলা এমপ্লয়মেন্ট (Karmasangbad) এক্সচেঞ্জ অফিসের ড্রপবক্সে। প্রয়োজনে নিয়োগকারী সংস্থার সঙ্গেও সরাসরি যোগাযোগ করে আবেদন জমা করতে পারেন। অনলাইনে আবেদন করতে হলে নীচে দেওয়া লিংকে গিয়ে প্রথমে রেজিষ্ট্রেশান করুন। এরপর প্রোফাইল আপডেট করে তারপর আবেদন করতে পারেন।

এবার একঝলকে দেখে নিন কোন কোন কাজে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে –

১। কাজের নাম – SWEEPING MACHINE HELPER

  • শূন্যপদ – ০১টি
  • শিক্ষাগত যোগ্যতা – এই কাজে আবেদনকারী কমপক্ষ্যে মাধ্যমিক পাশ হতে হবে। সেই সঙ্গে আইটিআই পাশ থাকতে হবে। (সিডিউল ট্রাইব প্রার্থীদের জন্য কমপক্ষ্যে ৮ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে)
  • অভিজ্ঞতা – এই কাজে কমপক্ষ্যে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
  • বয়স – এই কাজে আবেদনকারীর বয়স সর্বাধিক ৪০ বছরের মধ্যে থাকতে হবে।

২। কাজের নাম – RAKE LOADING/ UNLOADING CASUAL LABOUR

  • শূন্যপদ – ১০টি
  • শিক্ষাগত যোগ্যতা – এই কাজে আবেদনকারী কমপক্ষ্যে মাধ্যমিক পাশ হতে হবে। (সিডিউল ট্রাইব প্রার্থীদের জন্য কমপক্ষ্যে ৮ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে)
  • অভিজ্ঞতা – এই কাজে কমপক্ষ্যে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
  • বয়স – এই কাজে আবেদনকারীর বয়স সর্বাধিক ৪০ বছরের মধ্যে থাকতে হবে।

ওপরের দুটি কাজের ১১টি শূন্যপদে আবেদনের জন্য সংরক্ষিত আসনের বিবরণ – ক) সিডিউল কাস্ট – ৩টি, খ) সিডিউল ট্রাইব – ৩টি এবং গ) অন্যান্য – ৫টি

বেতন ও অন্যান্য সুবিধা – এই কাজে নিয়োগের ক্ষেত্রে গ্রস পেমেন্ট ৯৯৫৩/- টাকা (এছাড়াও পিএফ, ইএসআই, বোনাস, ছুটি সহ অন্যান্য সুবিধে থাকবে)

কাজের সাইট – TATA STEEL LTD. METALIKS DIVISION, KHARGPUR

নিয়োগকারী সংস্থা – NARESH KUMAR & KO. PVT. LTD.

আবেদনের শেষ দিন – এই কাজগুলিতে আবেদনের শেষ দিন ১৫ই সেপ্টেম্বর ২০২৪ বেলা ১২টা পর্যন্ত অফলাইনে আবেদন জমা করতে পারবেন। এবং অনলাইনে আবেদনের দরজা খোলা থাকছে ওইদিন রাত্রি ১২টা পর্যন্ত। নিয়োগকারী সংস্থার ঠিকানা – Naresh Kumar & Co. Pvt. Ltd., Site office – Tata Steel Metaliks Division, PO.- Samraipur, Kharagpur, PIN- 721301, Ph.- 8777089789 / 9932705505

এই কাজে নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে TATA STEEL LTD. METALIKS DIVISION JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।

কিভাবে আবেদন করবেন

অনলাইনে আবেদন করতে হলে প্রথমে রেজিষ্ট্রেশান করবেন। রেজিষ্ট্রেশান করতে হলে Job Seeker Registration Link ক্লিক করুন। তারপর প্রোফাইল আপডেট করবেন এবং তারপরেই অনলাইনে আবেদনের দরজা খুলে যাবে।

যারা আগে থেকে রেজিষ্ট্রেশান করে রেখেছেন তাঁরা নীচে দেওয়া লিংকে ক্লিক করে প্রথমে লগইন করুন।

এরপর বামদিকের Vacanc> Apply List অপশনে ক্লিক করুন। এরপর ওপরে থাকা Job Reference No. টি কপি করে Serch করুন। এবার ডানদিকের Apply বাটনে ক্লিক করে অনলাইনে আবেদন জমা করে দিন।

অফলাইনে আবেদন করতে হবে নির্দিষ্ট ড্রপবক্সে। তারজন্য নীচে দেওয়া লিংক থেকে ফর্মটি ডাউনলোড করে নিন।

Statutory Warning – নিউজবাংলা.কম একটি সংবাদ সংস্থা। আমরা কেবলমাত্র চাকরী সংক্রান্ত সংবাদ প্রকাশ করি। এই সংস্থা কোনওভাবেই কোনও চাকরীপ্রার্থীকে কাজের প্রতিশ্রুতি প্রদান করে না। অর্থের বিনিময়ে কোনও প্রকারে ইন্টারভিউতে বসিয়ে দেওয়া বা চাকরী পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় না। কোনও ধরণের রেজিষ্ট্রেশান ফি, ফেরৎযোগ্য টাকাও দাবী করে না। কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান যদি চাকরীর প্রলোভন দেখিয়ে অর্থ দাবী করে তাহলে নির্দিষ্ট প্রশাসনিক বিভাগের কাছে অভিযোগ জানান। এমন কোনও প্রতারণার ফাঁদে পা দেবেন না।

spot_imgspot_img
spot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST POSTS

Haldia Job Vacancy : কাজ চাইছেন হলদিয়ায়, এই লোভনীয় শূন্যপদগুলিতে আবেদন করুন এখনই !

নিউজবাংলা জব : কর্মসংবাদ পোর্টালের মাধ্যমে এখন হলদিয়ার বিভিন্ন শিল্পকারখানায় নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশিত হতে শুরু করেছে। এই মুহূর্তে হলদিয়ার (Haldia Job Vacancy) একাধিক গুরুত্বপূর্ণ কারখানায়...

Haldia Job Vacancy : হলদিয়া শিল্পাঞ্চলে এই মুহূর্তে কোন কোন কারখানায় নিয়োগ, কারা আবেদন করতে পারবেন জেনে নিন এখনই !

হলদিয়া : এই মুহূর্তে হলদিয়া শিল্পাঞ্চলের একাধিক কারখানায় নিয়োগ হচ্ছে একঝাঁক টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল কর্মী। যে সমস্ত কাজে আবেদন করা যাবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য...

Haldia Job Vacancy : এই মুহূর্তে হলদিয়া শিল্পাঞ্চলে ১০৭টি শূন্যপদে নিয়োগ হচ্ছে, আবেদন করতে হবে দ্রুত !

NewzBangla Job : হলদিয়া শিল্পাঞ্চলে এই মুহূর্তে একাধিক শিল্পাঞ্চলে প্রায় ১০৭টি শূন্যপদে কর্মী নিয়োগ হচ্ছে চুক্তিভিত্তিতে। ইলেক্ট্রিশিয়ান, কম্পিউটার অপারেটার থেকে শুরু করে একাধিক টেকনিক্যাল ও...

Haldia Job Vacancy : হলদিয়ার গোকুল এগ্রো রিসোর্সে ৮ম শ্রেণী পাশে ১৬০টি নিয়োগ, আর কোন কোন সংস্থায় শূন্যপদে আবেদন জেনে নিন এখনই !

নিউজবাংলা জব : হলদিয়া শিল্পাঞ্চলের জনপ্রিয় শিল্পসংস্থা গোকুল এগ্রো রিসোর্স লিমিটেডে ৮ম শ্রেণী পাশের ওপর ১৬০টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। চুক্তিভিত্তিতে হলেও দীর্ঘ মেয়াদে এই...

Follow us

14,000FansLike
2,500FollowersFollow
5,500SubscribersSubscribe

Most Popular

spot_img