NewzBangla Job : সারা ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটস’ অর্থাৎ,’ক্লারিক্যাল ক্যাডারে’ কয়েক হাজার জন ছেলেমেয়ে নিচ্ছে। নেওয়া হবে ‘ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (IBPS)’ এর ‘কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটস’ (CRP CSA-XV)’ পরীক্ষার মাধ্যমে। আগে (Bank job) এই পদের নাম ছিল ক্লারিক্যাল ক্যাডার। এখন নাম বদলে হয়েছে ‘কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটস (CSA)’।
প্রথমে ‘ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন সর্বভারতীয় ভিত্তিতে ‘অনলাইন পরীক্ষা’নেবে। পরীক্ষা হবে দু’টি ধাপে। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা ও তাতে কোয়ালিফাই নম্বর পেলে মেন পরীক্ষা। ‘মেন’ পরীক্ষায় সফল হলে নাম অ্যালোকেশনের জন্য পাঠানো হবে। এই পদের বেলায় কোনো ইন্টারভিউ নেই। ‘মেন’ পরীক্ষায় পাওয়া নম্বর দেখে মেধা তালিকা তৈরি হবে ও নিয়োগ হবে।
যে সমস্ত ব্যাঙ্কে নিয়োগ হবে : ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসীজ ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়। যে কোনো শাখার ডিগ্রি কোর্স পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন।
কম্পিউটার অপারেশন /ল্যাঙ্গোয়েজের সার্টিফিকেট/ ডিপ্লোমা / ডিগ্রি কোর্স পাশ হতে হবে। স্কুল / কলেজ / ইনস্টিটিউটে কম্পিউটার ইনফর্মেশন টেকনোলজি একটি অন্যতম বিষয় হিসাবে নিয়ে থাকলে কম্পিউটারের ডিগ্রি / ডিপ্লোমা / সার্টিফিকেট কোর্স পাশ না হলেও হবে। আরও বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি খুঁটিয়ে দেখে নিন।
যে রাজ্যের শূন্যপদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের সরকারি (অফিসিয়াল) ভাষা পড়তে / লিখতে ও বলতে পারা দরকার। প্রাক্তন সমরকর্মীরা ওপরের ওই শিক্ষাগত যোগ্যতা না থাকলেও যোগ্য। তবে তাঁদের বেলায় আর্মি স্পেশাল সার্ভিস অফ এডুকেশন, নেভি বা এয়ারফোর্সের করেসপন্ডিং সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে ও অন্তত ১৫ বছর চাকরি করে থাকতে হবে। বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে।
তপশিলীরা ৫ বছর, ও.বি.সি.’রা ৩ বছর, প্রতিবন্ধীরা ১০ বছর, বিধবা বা, বিবাহ বিচ্ছিন্না মহিলারা আইনত আলাদা হয়ে থাকলে ৯ বছর ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। তপশিলীদের প্রি-এক্সামিনেশন ট্রেনিং হবে আগস্টে। কোন ব্যাঙ্কে ক’টি শূন্যপদ তা ওয়েবসাইটে পাবেন। প্রার্থী বাছাই হবে অনলাইন (প্রিলিমিনারি ও মেন) পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা নেবে ‘ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন’। পরীক্ষা হবে অনলাইনে অক্টোবর-নভেম্বরে, কলকাতা-সহ সারা ভারতের বিভিন্ন অনলাইন পরীক্ষা কেন্দ্রে।
পরীক্ষায় প্রশ্ন হবে বাংলা, ইংরিজি ও হিন্দিতে। অনলাইন প্রিলিমিনারি পরীক্ষায়, অবজেক্টিভ টাইপের পার্টে ১০০ নম্বরের ১ ঘন্টার পরীক্ষায় প্রশ্ন হবে এইসব বিষয়ে:
(১) ইংলিশ ল্যাঙ্গোয়েজ ৩০ নম্বর। সময় ২০ মিনিট।
(২) নিউমেরিক্যাল এবিলিটি ৩৫ নম্বর। সময় ২০ মিনিট।
(৩) রিজনিং এবিলিটি -৩৫ নম্বর। সময় ২০মিনিট।
প্রতিটি প্রশ্নে থাকবে ১ নম্বর। ওই তিনটি বিষয়ের প্রতিটিতে কাট-অফ নম্বর পেয়ে থাকতে হবে। কাট-অফ নম্বর কত থাকবে তা আই.বি.পি.এস. ঠিক করবে। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ০.২৫ নম্বর কাটা হবে। ফল বেরোবে নভেম্বরে। এরপর অনলাইন মেন পরীক্ষা হবে নভেম্বরে। এই পরীক্ষায় অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের ২০০ নম্বরের ১৯০টি প্রশ্ন হবে এইসব বিষয়ে
(১) জেনারেল/ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস -৫০ নম্বরের ৫০টি প্রশ্ন।সময় থাকবে ৩৫ মিনিট।
(২) জেনারেল ইংলিশ-৪০নম্বরের ৪০টি প্রশ্ন। সময় থাকবে ৩৫ মিনিট।
(৩) কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড-৫০ নম্বরের ৫০টি প্রশ্ন।সময় থাকবে ৪৫ মিনিট।
(৪) রিজনিং এবিলিটি অ্যান্ডকম্পিউটার অ্যাপ্টিটিউড-৬০ নম্বরের ৫০টি প্রশ্ন।
সময় থাকবে ৪৫ মিনিট। প্রশ্ন হবে ইংরিজিতে। প্রিলিমিনারি ও মেন পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ০.২৫ নম্বর কাটা হবে। প্রিলিমিনারি পরীক্ষায় সফল হলে তবেই মেন পরীক্ষার জন্য ডাকা হবে। এরপর প্রভিশনালি অ্যালটমেন্ট পাবেন আগামী বছর মার্চ মাস নাগাদ। দরখাস্ত করবেন অনলাইনে, ১ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত এই ওয়েবসাইটে: www.ibps.in।
অনলাইনে দরখাস্ত করার আগে যেসব প্রমাণপত্র নিজের কাছে থাকতে হবে:
(১) বৈধ ই-মেল আই.ডি.। যাঁদের আই.ডি.নেই, তাঁরা নিজের নামে ই-মেল আই.ডি. বানিয়ে নিয়ে তবেই দরখাস্ত করবেন।
(২) পাশপোর্ট মাপের নিজের রঙিন ফটো ও নিজের সই (সিগনেচার) স্ক্যান করা থাকতে হবে (স্ক্যান করবেন ২০০ ডি.পি.আই.’এ জে.পি.জি. বা,জে.পি.ই.জি. ফর্ম্যাটে)। সিগনেচার স্ক্যান করবেন ১০-২০ কে.বি.’র মধ্যে আর ফটো স্ক্যান করবেন ২০-৫০ কে.বি.’র মধ্যে।
(৩) লেফট থাম্ব ইমপ্রেশন স্ক্যান করতে হবে,
(৪) নিচের এই লেখাটি সাদা কাগজে নিজের হাতের লেখায় লিখে স্ক্যান করে নেবেন
‘I….. (Name of the candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid, I will presentthe supporting documents as and whenrequired’,
(৫) পরীক্ষা ফী বাবদ ৮৫০ (তপশিলী,প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মী হলে ১৭৫) টাকা লাগবে।টাকা অনলাইনে জমা দিতে পারবেন, ২১ আগস্টের প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে ‘Click here to apply online for CRP Clerks (CRP-CSA-XV)’তে ক্লিক করে যাবতীয় তথ্য দিয়ে ‘সাবমিট’ করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।
একঝলকে :
কাজের নাম : RECRUITMENT OF CUSTOMER SERVICE ASSOCIATES – CRP CSA XV
- IBPS ওয়েবসাইট লিংক : Click Here
- শর্ট নোটিফিকেশান লিংক : Click Here
- বিস্তারিত নোটিফিকেশান লিংক : Click Here
- IBPS সাইটে নতুন করে নাম রেজিষ্ট্রেশান করার লিংক : Click Here
- কিভাবে আবেদন করবেন তার গাইডলাইন : Click Here