HomeHaldia karmasangbad JobHaldia Job Vacancy : কাজ চাইছেন হলদিয়ায়, এই লোভনীয় শূন্যপদগুলিতে আবেদন করুন...

Haldia Job Vacancy : কাজ চাইছেন হলদিয়ায়, এই লোভনীয় শূন্যপদগুলিতে আবেদন করুন এখনই !

-

spot_imgspot_img

Haldia Job Vacancy : কাজ চাইছেন হলদিয়ায়, এই লোভনীয় শূন্যপদগুলিতে আবেদন করুন এখনই !

নিউজবাংলা জব : কর্মসংবাদ পোর্টালের মাধ্যমে এখন হলদিয়ার বিভিন্ন শিল্পকারখানায় নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশিত হতে শুরু করেছে। এই মুহূর্তে হলদিয়ার (Haldia Job Vacancy) একাধিক গুরুত্বপূর্ণ কারখানায় নিয়োগ হচ্ছে একঝাঁক টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল কর্মী। প্রতিটি কাজই দীর্ঘমেয়াদীর চুক্তিতে। তাই দেরী না (Karmasangbad) করে আজই আপনার পছন্দের কাজটি বেছে নিতে ভুলবেন না। কারা  কোন পদে আবেদন করবেন দেখে নিন দ্রুত।

কর্মসংবাদ পোর্টালের মাধ্যমে যে সমস্ত শিল্পকারখানায় নিয়োগ হচ্ছে তার প্রতিমুহূর্তের আপডেট পেতে হলে আপনাকে অবশ্যই আমাদের পেজ নিউজবাংলায় নজর রাখতেই হবে। এছাড়াও বিভিন্ন সরকারী ও বেসরকারী কাজের লেটেস্ট আপডেট পেতে হলেও আমাদের পেজে নজর রাখা জরুরি। এইকারনে দেরী না করে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ/ ফেসবুক / ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে যান। এবং আপনার পছন্দের কাজে সময়মতো আবেদনের সুযোগ নিন। এই মুহূর্তে যে সমস্ত কাজে আবেদনের সুযোগ রয়েছে সেগুলির বিস্তারিত রিপোর্ট রইল আপনাদের জন্য –

হলদিয়া শিল্পাঞ্চলে যে সমস্ত কাজে নিয়োগ হচ্ছে –

১। Job Memo No.: EIPPL/HPL/HAL/24-25/VAC/028

কাজের নাম – HELPER (UN-SKILLED)

  • শূন্যপদ – ২৫টি
  • শিক্ষাগত যোগ্যতা – এই কাজে আবেদনের জন্য কমপক্ষ্যে ৮ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে
  • অভিজ্ঞতা – এই কাজে আবেদনকারী কমপক্ষ্যে ২ থেকে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।
  • বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে থাকতে হবে
  • কাজের সাইট – HPL Site
  • নিয়োগকারী সংস্থা – EMDADIYA INFRA PROJECTS PVT LTD
  • কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ হবে কমপক্ষ্যে ১ বছরের চুক্তি ভিত্তিতে
  • আবেদনের শেষ দিন – এই কাজে আবেদন করতে হবে ২৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখ বেলা ১২টা পর্যন্ত। নিয়োগকারী সংস্থার ঠিকানা – Dllgachakcolony, PotNo. B/107, PO.+PS Duqachak Haldia Pulba Medinipur-721602, Ph.- 9046277718। আবেদন জমা করতে পারেন নিয়োগকারী সংস্থার অফিসে অথবা হলদিয়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসের ড্রপবক্সে।
  • এই কাজে নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে HPL Site JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।

২।  Job Memo No.: IE/CML-Site/08/2023/24

কাজের নাম – CHARGING MONITOR, শূন্যপদ – ০২টি, শিক্ষাগত যোগ্যতা – এই কাজে আবেদনের জন্য কমপক্ষ্যে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে, টেকনিক্যাল নলেজ – এই কাজে আবেদনকারীর কম্পিউটার অপারেটিংয়ে দক্ষতা থাকতে হবে, অভিজ্ঞতা – এই কাজে আবেদনকারী কমপক্ষ্যে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে থাকতে হবে।

কাজের নাম – CHARGING PRODUCTION WORKER, শূন্যপদ – ১৫টি, শিক্ষাগত যোগ্যতা – এই কাজে আবেদনের জন্য কমপক্ষ্যে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে, টেকনিক্যাল নলেজ – এই কাজে আবেদনকারীর আইটিআই পাশ হতে হবে, অভিজ্ঞতা – এই কাজে আবেদনকারী কমপক্ষ্যে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে থাকতে হবে।

  • কাজের সাইট – CHLORIDE METALS LTD. HALDIA
  • নিয়োগকারী সংস্থা – INDUSTRIAL ENTERPRISE
  • কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ হবে চুক্তি ভিত্তিতে
  • আবেদনের শেষ দিন – এই কাজে আবেদন করতে হবে ২৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখ বেলা ১২টা পর্যন্ত। নিয়োগকারী সংস্থার ঠিকানা – +PS Duqachak Haldia Pulba Medinipur-721602, Ph.- 7001049065। আবেদন জমা করতে পারেন নিয়োগকারী সংস্থার অফিসে অথবা হলদিয়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসের ড্রপবক্সে।
  • এই কাজে নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে CHLORIDE METALS LTD. HALDIA JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।

৩।  Job Memo No.: G/CN/009

কাজের নাম – SUPERVISOR & SITE SAFETY SUPERVISOR COMPETENCY

Description of duties : Canteen Supervison Purpose

  • শূন্যপদ – ০২টি
  • শিক্ষাগত যোগ্যতা – এই কাজে আবেদনের জন্য কমপক্ষ্যে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা গ্র্যাজুয়েট (বিএসসি) হতে হবে
  • অভিজ্ঞতা – এই কাজে আবেদনকারী কমপক্ষ্যে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।
  • বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২৩ থেকে ৪৫ বছরের মধ্যে থাকতে হবে
  • কাজের সাইট – TATA STEEL HMC DIVISION
  • নিয়োগকারী সংস্থা – GARDEN DEVELOPMENT CENTER
  • কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ হবে প্রায় ৩ বছরের চুক্তি ভিত্তিতে
  • আবেদনের শেষ দিন – এই কাজে আবেদন করতে হবে ২৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখ বেলা ১২টা পর্যন্ত। নিয়োগকারী সংস্থার ঠিকানা – Brajanathchak, Haldia Pulba Medinipur-721607, Ph.- 9434507060 / 6294639767। আবেদন জমা করতে পারেন নিয়োগকারী সংস্থার অফিসে অথবা হলদিয়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসের ড্রপবক্সে।
  • এই কাজে নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে TATA STEEL HMC DIVISION JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।

৪।   Job Memo No.: MMC/EE/24-25/008

কাজের নাম – UNSKILLED LABOUR

  • শূন্যপদ – ১০টি
  • শিক্ষাগত যোগ্যতা – এই কাজে আবেদনের জন্য কোনও শিক্ষাগত যোগ্যতার উল্লেখ নেই।
  • অভিজ্ঞতা – এই কাজে অনভিজ্ঞরাও আবেদন করতে পারবেন।
  • বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ১৯ থেকে ৫৫ বছরের মধ্যে থাকতে হবে
  • কাজের সাইট – IVL DHUNSERI PETROCHEM IND. PVT. LTD.
  • নিয়োগকারী সংস্থা – M. CONSTRUCTION
  • কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ হবে প্রায় ১ বছরের চুক্তি ভিত্তিতে
  • আবেদনের শেষ দিন – এই কাজে আবেদন করতে হবে ২৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখ বেলা ১২টা পর্যন্ত। নিয়োগকারী সংস্থার ঠিকানা – Sovarampur, Debhog, Bhabanipur, Haldia, Purba Medinipur, Ph.- 9735879922 / 9734470572 / 9932299466 । আবেদন জমা করতে পারেন নিয়োগকারী সংস্থার অফিসে অথবা হলদিয়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসের ড্রপবক্সে।
  • এই কাজে নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে IVL DHUNSERI PETROCHEM IND. PVT. LTD. JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।

৫।    Job Memo No.: CML/SME/2024/SEPT

কাজের নাম – CHARGING PRODUCTION WORKER

  • শূন্যপদ – ১১টি
  • শিক্ষাগত যোগ্যতা – এই কাজে আবেদনের জন্য দশম শ্রেণী বা তার বেশী পড়াশোনা থাকতে হবে। সেই সঙ্গে যে কোনও ট্রেডে আইটিআই পাশ হতে হবে।
  • অভিজ্ঞতা – ব্যাটারি ইন্ডাস্ট্রির কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন
  • বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে থাকতে হবে
  • কাজের সাইট – Chloride Metals Limited, Haldia
  • নিয়োগকারী সংস্থা – S. M. ENTERPRISE
  • কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ হবে প্রায় ১ বছরের চুক্তি ভিত্তিতে
  • আবেদনের শেষ দিন – এই কাজে আবেদন করতে হবে ২৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখ বেলা ১২টা পর্যন্ত। নিয়োগকারী সংস্থার ঠিকানা – Durgachak, Stadium Market, 37 & 38, Haldia, Ph.- 8101962033 । আবেদন জমা করতে পারেন নিয়োগকারী সংস্থার অফিসে অথবা হলদিয়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসের ড্রপবক্সে।
  • এই কাজে নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে Chloride Metals Limited JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।

৬।    Job Memo No.: JGE/PPE/24-25/7

কাজের নাম – UNSKILLED HELPER

  • শূন্যপদ – ১২টি
  • শিক্ষাগত যোগ্যতা – এই কাজে আবেদনের জন্য কোনও শিক্ষাগত যোগ্যতার উল্লেখ নেই।
  • অভিজ্ঞতা – এই কাজে কমপক্ষ্যে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন
  • বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২০ থেকে ৫৫ বছরের মধ্যে থাকতে হবে
  • কাজের সাইট – RENUKA SUGAR
  • নিয়োগকারী সংস্থা – Joy Guru Engineering Co.
  • কাজের মেয়াদ – এই কাজে নিয়োগ হবে প্রায় দেড় বছরের চুক্তি ভিত্তিতে
  • আবেদনের শেষ দিন – এই কাজে আবেদন করতে হবে ২৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখ বেলা ১২টা পর্যন্ত। নিয়োগকারী সংস্থার ঠিকানা – Hazramore, Basudevpur, Haldia, Ph.- 9775700555 / 8945593381। আবেদন জমা করতে পারেন নিয়োগকারী সংস্থার অফিসে অথবা হলদিয়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসের ড্রপবক্সে।
  • এই কাজে নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে Renuka Sugar Job Vacancy এই লিংকে ক্লিক করুন।

কিভাবে আবেদন করবেন

অনলাইনে আবেদন করতে হলে প্রথমে রেজিষ্ট্রেশান করবেন। রেজিষ্ট্রেশান করতে হলে Job Seeker Registration Link–এ ক্লিক করুন। তারপর প্রোফাইল আপডেট করবেন এবং তারপরেই অনলাইনে আবেদনের দরজা খুলে যাবে।

যারা আগে থেকে রেজিষ্ট্রেশান করে রেখেছেন তাঁরা নীচে দেওয়া লিংকে ক্লিক করে প্রথমে লগইন করুন।

এরপর বামদিকের Vacanc> Apply List অপশনে ক্লিক করুন। এরপর ওপরে থাকা Job Reference No. টি কপি করে Serch করুন। এবার ডানদিকের Apply বাটনে ক্লিক করে অনলাইনে আবেদন জমা করে দিন।

অফলাইনে আবেদন করতে হবে নির্দিষ্ট ড্রপবক্সে। তারজন্য নীচে দেওয়া লিংক থেকে ফর্মটি ডাউনলোড করে নিন।

Statutory Warning – নিউজবাংলা.কম একটি সংবাদ সংস্থা। আমরা কেবলমাত্র চাকরী সংক্রান্ত সংবাদ প্রকাশ করি। এই সংস্থা কোনওভাবেই কোনও চাকরীপ্রার্থীকে কাজের প্রতিশ্রুতি প্রদান করে না। অর্থের বিনিময়ে কোনও প্রকারে ইন্টারভিউতে বসিয়ে দেওয়া বা চাকরী পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় না। কোনও ধরণের রেজিষ্ট্রেশান ফি, ফেরৎযোগ্য টাকাও দাবী করে না। কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান যদি চাকরীর প্রলোভন দেখিয়ে অর্থ দাবী করে তাহলে নির্দিষ্ট প্রশাসনিক বিভাগের কাছে অভিযোগ জানান। এমন কোনও প্রতারণার ফাঁদে পা দেবেন না।

spot_imgspot_img
spot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST POSTS

Haldia Job Vacancy : হলদিয়া শিল্পাঞ্চলে এই মুহূর্তে কোন কোন কারখানায় নিয়োগ, কারা আবেদন করতে পারবেন জেনে নিন এখনই !

হলদিয়া : এই মুহূর্তে হলদিয়া শিল্পাঞ্চলের একাধিক কারখানায় নিয়োগ হচ্ছে একঝাঁক টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল কর্মী। যে সমস্ত কাজে আবেদন করা যাবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য...

Haldia Job Vacancy : এই মুহূর্তে হলদিয়া শিল্পাঞ্চলে ১০৭টি শূন্যপদে নিয়োগ হচ্ছে, আবেদন করতে হবে দ্রুত !

NewzBangla Job : হলদিয়া শিল্পাঞ্চলে এই মুহূর্তে একাধিক শিল্পাঞ্চলে প্রায় ১০৭টি শূন্যপদে কর্মী নিয়োগ হচ্ছে চুক্তিভিত্তিতে। ইলেক্ট্রিশিয়ান, কম্পিউটার অপারেটার থেকে শুরু করে একাধিক টেকনিক্যাল ও...

Karmasangbad : এবার কর্মসংবাদে যুক্ত হল পশ্চিম মেদিনীপুর, এক ঝলকে দেখে নিন বিস্তারিত কাজের খবর !

NewzBangla Desk :  হলদিয়া, পশ্চিম বর্ধমানের পর এবার কর্মসংবাদ পোর্টালে যুক্ত হল পশ্চিম মেদিনীপুরের শিল্পাঞ্চলগুলি। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলা থেকে আসতে শুরু করেছে কাজের খবর।...

Haldia Job Vacancy : হলদিয়ার গোকুল এগ্রো রিসোর্সে ৮ম শ্রেণী পাশে ১৬০টি নিয়োগ, আর কোন কোন সংস্থায় শূন্যপদে আবেদন জেনে নিন এখনই !

নিউজবাংলা জব : হলদিয়া শিল্পাঞ্চলের জনপ্রিয় শিল্পসংস্থা গোকুল এগ্রো রিসোর্স লিমিটেডে ৮ম শ্রেণী পাশের ওপর ১৬০টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। চুক্তিভিত্তিতে হলেও দীর্ঘ মেয়াদে এই...

Follow us

14,000FansLike
2,500FollowersFollow
5,500SubscribersSubscribe

Most Popular

spot_img