নিউজবাংলা জব : ভারতীয় রেলের বিভিন্ন ডিভিশন ও জোনে কাজের জন্য ননটেকনিক্যাল পপুলার ক্যাটেগরিতে উচ্চমাধ্যমিক যোগ্যতায় অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ও ট্রেন্স ক্লার্ক পদে ৩,৪০৪টি ও গ্র্যাজুয়েট যোগ্যতায় গুডস ট্রেন ম্যানেজার, স্টেশন মাস্টার, (Indian Railway Job) চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজর, জুনিয়র অ্যাকাউন্টর অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট ও সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে ১০,৮৮৪টি শূন্যপদের জন্য এবছর দরখাস্ত নেওয়া হবে ।
ভারতীয় রেল বোর্ডের ডিরেক্টর বিদ্যাধর শর্মা এক বিজ্ঞপ্তিতে (No.2024/E (RRB) 25/13/P1.2) এই শূন্যপদের কথা জানান। রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার পদে দরখাস্ত নেওয়া শেষ হলেই ‘ননটেকনিক্যাল পপুলার ক্যাটেগরি (এন.টি.পি.সি.)’র জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে। সম্ভবত আগস্টের শেষ সপ্তাহ থেকে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে। কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, শূন্যপদ ও প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি দেওয়া হল। এবার দেখে নিন পদগুলিতে নিয়োগের বিস্তারিত :
স্টেশন মাস্টার : যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। দৃষ্টিশক্তি দরকার A- 2. বেসিক পে ৩৫, ৪০০ টাকা। শূন্যপদ : ১৬৩টি।
জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট : যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। কম্পিউটারে ইংরিজি টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। দৃষ্টিশক্তি দরকার C-2. বেসিক পে ২৯,২০০ টাকা। শূন্যপদ : ১,৩৭১ টি।
সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট : যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। কম্পিউটারে ইংরিজি টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। দৃষ্টিশক্তি দরকার C-2. বেসিক পে ২৯,২০০ টাকা। শূন্যপদ : ৭২৫টি।
গুডস ট্রেনস ম্যানেজার (আগে ছিল গুডস গার্ড) : যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। দৃষ্টিশক্তি দরকার A- 2. বেসিক পে ২৯,২০০ টাকা। শূন্যপদ : ২,৬৮৪টি।
কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক : মোট অন্তত ৫০% (তপশিলী, প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী হলে সাধারণভাবে পাশ) নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। দৃষ্টিশক্তি দরকার B-2. বেসিক পে ২১,৭০০ টাকা। শূন্যপদ : ১,৯৮৫টি।
অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট : মোট অন্তত ৫০% (তপশিলী, প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী হলে সাধারণভাবে পাশ) নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। কম্পিউটারে ইংরিজি টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। দৃষ্টিশক্তি দরকার C-2. বেসিক পে ১৯,৯০০ টাকা। শূন্যপদ : ৩৬১টি।
চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজর : যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরেরমধ্যে। দৃষ্টিশক্তি দরকার B-2. বেসিক পে ২৯,২০০ টাকা। শূন্যপদ : ১,৭৩৭টি।
জুনিয়র ক্লার্ক কাম টাইপিষ্ট : মোট অন্তত ৫০% ( তপশিলী, প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী হলে সাধারণভাবে পাশ) নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। কম্পিউটারে ইংরিজি টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। দৃষ্টিশক্তি দরকার C-2. বেসিক পে ১৯,৯০০ টাকা। শূন্যপদ : ১৯০টি।
ট্রেন্স ক্লার্ক : মোট অন্তত ৫০% ( তপশিলী, প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী হলে সাধারণভাবে পাশ) নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। দৃষ্টিশক্তি দরকার A-3. বেসিক পো ১৯,৯০০ টাকা। শূন্যপদ : ৬৮টি।
সব পদের বেলায় তপশিলীরা ৫ বছর, ও.বি.সি’রা ৩ বছর, বিধবা, বিবাহবিচ্ছিন্না মহিলারা পুনর্বিবাহ না করলে ৩৫ (তপশিলী হলে ৪০, ও.বি.সি. হলে ৩৮) বছর বয়স পর্যন্ত আর রেলের কর্মী ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। কোন রেল রিক্রুটমেন্ট বোর্ডে ক’টি শূন্যপদ তা মূল বিজ্ঞপ্তিতে থাকবে।
প্রার্থী বাছাই পরীক্ষা : সব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায়ই প্রার্থী বাছাইয়ের জন্য দু’টি পর্যায়ের অনলাইন সি.বি.টি. টেস্ট হবে। প্রথম পর্যায়ের কম্পিউটার বেসড টেস্ট হবে আগামী বছরের প্রথম দিকে।
প্রথম পর্যায়ের কম্পিউটার বেসড টেস্টে ১০০ নম্বরের ১০০টি অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে : (১) জেনারেল অ্যাওয়ারনেস -৪০ নম্বরের ৪০টি প্রশ্ন, (২) অঙ্ক- ৩০ নম্বরের ৩০টি প্রশ্ন, (৩) জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং-৩০ নম্বরের ৩০টি প্রশ্ন। সময় থাকবে ৯০ মিনিট। নেগেটিভ মার্কিং আছে। ৩টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ১ নম্বর কাটা হবে। এই পরীক্ষায় সাধারণ প্রার্থীরা ৪০% ও.বি.সি. রা ৩০% তপশিলী জাতির প্রার্থীরা ৩০%, তপশিলী উপজাতির প্রার্থীরা ২৫% নম্বর পেলে দ্বিতীয় পর্যায়ের সি.বি.টি. টেস্টের জন্য ডাক পাবেন।
দ্বিতীয় পর্যায়ের সি.বি.টি. টেস্টে ১২০ নম্বরের ১২০টি অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে : (১) জেনারেল অ্যাওয়ারনেস ৫০ নম্বরের ৫০টি প্রশ্ন, (২) অঙ্ক ৩৫ নম্বরের ৩৫টি প্রশ্ন, (৩) জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং – ৩৫ নম্বরের ৩৫টি প্রশ্ন। সময় থাকবে ৯০ মিনিট। নেগেটিভ মার্কিং আছে। ৩টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ১ নম্বর কাটা হবে। –
লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের স্থানীয় ভাষায়, ইংরিজি, হিন্দি ও উর্দুতে। কলকাতা, শিলিগুড়ি, মালদা, রাঁচী ও গুয়াহাটি রেল রিক্রুমেন্ট বোর্ডের পরীক্ষায় প্রশ্ন হবে বাংলায় ।
দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় সফল হলে স্টেশন মাস্টার পদের বেলায় কম্পিউটার বেসড স্কিল টেস্ট হবে। তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা।
[আরও পড়ুন : ইন্ডিয়ান অয়েলে হলদিয়া সহ একাধিক প্ল্যান্টে চারশ’রও বেশী শূন্যপদে নিয়োগ, আবেদন করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে !] |
জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পদের বেলায় দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় সফল হলে টাইপিং স্কিল টেস্ট হবে। তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা।
ট্রেন্স ক্লার্ক, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজর, গুডস ট্রেন্স ম্যানেজার পদের বেলায় দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশন আর ডাক্তারি পরীক্ষা হবে।
বিজ্ঞপ্তি বেরোলে দরখাস্ত করবেন অনলাইনে, রেলের সংশ্লিষ্ট ওয়েবসাইটে। তখন নির্দিষ্ট ফী দিয়ে দরখাস্ত করতে হবে। কবে থেকে দরখাস্ত নেওয়া হবে তা নিম্নলিখিত ওয়েবসাইটে পাবেন। অথবা নিয়মিত আপডেটের জন্য আমাদের পেজেও নজর রাখতে পারেন।
কোন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট কোনটি :
- আহমেদাবাদ RRB’র বেলায় rrbahmedabad.gov.in,
- আজমীর RRB’র বেলায় rrbajmer.org,
- এলাহাবাদ RRB’র বেলায় rrbald.nic.in,
- ব্যাঙ্গালোর RRB’র বেলায় rrbbnc.gov.in,
- ভূপাল RAB’র বেলায় rrbbhopal.gov.in,
- ভুবনেশ্বর RRB’র বেলায় https://www.rrbbbs.gov.in/
- বিলাসপুর RAB’র বেলায় rrbbilaspur.gov.in,
- চন্ডীগড় RRB’র বেলায় rrbcdg.gov.in,
- চেন্নাই RRB’র বেলায় rrbchennai.gov.in,
- গোরক্ষপুর RRB’র বেলায় rrbgkb.gov.in,
- গুয়াহাটি rrbguwahati.gov.in,
- জম্মু-শ্রীনগর RRB’র বেলায় rrbjammu.nic.in,
- কলকাতা RAB’র বেলায় বেলায় rrbkolkata.gov.in,
- মালদা RRB র বেলায় rrbmalda.gov.in,
- মুম্বাই RRB’র বেলায় rrbmumbai.gov.in,
- মজঃফরপুর RRB র বেলায় rrbmuzaffarpur.gov.in,
- পটনা RRB’র বেলায় rrbpatna.gov.in,
- রাঁচী RRB র বেলায় rrbranchi.org.
- সেকেন্দরাবাদ RAB’র বেলায় rrbsecunderabad.nic.in,
- শিলিগুড়ি RRB’র বেলায় rrbsiliguri.org,
- তিরুবনন্তপুরম RRB’র বেলায় rrbthiruvananthapuram.gov.in
Statutory Warning – নিউজবাংলা.কম একটি সংবাদ সংস্থা। আমরা কেবলমাত্র চাকরী সংক্রান্ত সংবাদ প্রকাশ করি। এই সংস্থা কোনওভাবেই কোনও চাকরীপ্রার্থীকে কাজের প্রতিশ্রুতি প্রদান করে না। অর্থের বিনিময়ে কোনও প্রকারে ইন্টারভিউতে বসিয়ে দেওয়া বা চাকরী পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় না। কোনও ধরণের রেজিষ্ট্রেশান ফি, ফেরৎযোগ্য টাকাও দাবী করে না। কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান যদি চাকরীর প্রলোভন দেখিয়ে অর্থ দাবী করে তাহলে নির্দিষ্ট প্রশাসনিক বিভাগের কাছে অভিযোগ জানান। এমন কোনও প্রতারণার ফাঁদে পা দেবেন না।