HomeHaldia karmasangbad JobHaldia Job Vacancy : হলদিয়া শিল্পাঞ্চলে এই মুহূর্তে কোন কোন কারখানায় নিয়োগ,...

Haldia Job Vacancy : হলদিয়া শিল্পাঞ্চলে এই মুহূর্তে কোন কোন কারখানায় নিয়োগ, কারা আবেদন করতে পারবেন জেনে নিন এখনই !

-

Haldia Job Vacancy : হলদিয়া শিল্পাঞ্চলে এই মুহূর্তে কোন কোন কারখানায় নিয়োগ, কারা আবেদন করতে পারবেন জেনে নিন এখনই !

spot_img
spot_img

হলদিয়া : এই মুহূর্তে হলদিয়া শিল্পাঞ্চলের একাধিক কারখানায় নিয়োগ হচ্ছে একঝাঁক টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল কর্মী। যে সমস্ত কাজে আবেদন করা যাবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য রইল এই প্রতিবেদনে। যারা এই কাজগুলিতে আবেদনে আগ্রহী তাঁরা দেরী না করে এখনই নিজেদের আবেদন জমা করে দিন। অফলাইন ফর্ম ও অনলাইনে আবেদন জমা করার গুরুত্বপূর্ণ লিংকগুলি এই প্রতিবেদনের একেবারে নীচে দেখে নিতে পারেন।

প্রথম দিন থেকেই নিউজবাংলা নিরবচ্ছিন্ন ভাবে হলদিয়া শিল্পাঞ্চলের কাজের বিষয়ে বিস্তারিত তথ্য পরিবেশন করে চলেছে আপনাদের জন্য। ইতিমধ্যে আমাদের পেজের মাধ্যমে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা লক্ষাধিক দর্শক Karmasangbad পোর্টাল ও Haldia Job Vacancy-র তথ্য পেয়ে উপকৃত হয়েছেন। আগামী দিনে চাকরী সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের পেজের নোটিফিকেশানে ক্লিক করুন। সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ সামাজিক পেজগুলিতে যোগ দিন।

(এখন থেকে নিউজবাংলা জব পোর্টালের মাধ্যমে প্রতিদিন কেন্দ্রীয় সরকারী/ রাজ্য সরকারী/ ব্যাঙ্ক/ বীমা/ সেনা বাহিনী/ হাসপাতাল/ শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ক্ষেত্রের সরকারী ও বেসরকারী কাজের নিয়মিত আপডেট পেয়ে যাবেন। তাই দেরী না করে আমাদের সামাজিক মাধ্যমে এখনই যোগ দিন)

এবার এক ঝলকে দেখে নিন এই মুহূর্তে হলদিয়া শিল্পাঞ্চলে কোন কোন কাজে আবেদন করা যাবে-

১।   Job Memo No.: N.M.E/VN/01/2024-25

  • কাজের নাম – SAFETY SUPERVISOR
  • শূন্যপদ – ০২টি
  • শিক্ষাগত যোগ্যতা – এই কাজে আবেদনের ক্ষেত্রে বি. এসসি পাশ হতে হবে।
  • প্রয়োজনীয় স্কিল ও অভিজ্ঞতা – এই কাজের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল সেফটি’র ডিপ্লোমা থাকতে হবে, সেই সঙ্গে কমপক্ষ্যে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।
  • বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে থাকতে হবে
  • কাজের সাইট – IOCL, Haldia Refinery
  • নিয়োগকারী সংস্থা – N M Enterprises
  • কাজের মেয়াদ – এই কাজে কমপক্ষ্যে ২ বছরের চুক্তি ভিত্তিতে নিয়োগ করা হবে
  • আবেদনের শেষ দিন – এই কাজে আবেদনের শেষ দিন ২৩ সেপ্টেম্বর, ২০২৪ বেলা ১২টার মধ্যে অফলাইনে আবেদন করা যাবে। আবেদন জমা করতে পারবেন হলদিয়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, হলদিয়া লেবার কমিশনের অফিস অথবা নিয়োগকারী সংস্থার অফিসে। এই কাজে অনলাইনে আবেদনের পাশাপাশি হার্ড কপি জমা করতে হবে। নিয়োগকারী সংস্থার যোগাযোগ – Contact Person : Bipul Kr Das, Ph.- 6005577810
  • এই কাজে নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে N M Enterprises JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।

২।   Job Memo No.: MPIPL/12/2024-25

কাজের নাম – UNSKILLED LABOUR

  • শূন্যপদ – ০৪টি
  • শিক্ষাগত যোগ্যতা – এই কাজে আবেদনের ক্ষেত্রে মাধ্যমিক পাশ হতে হবে।
  • প্রয়োজনীয় স্কিল ও অভিজ্ঞতা – এই কাজের অনভিজ্ঞরাও আবেদন করতে পারবেন
  • বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে থাকতে হবে
  • কাজের সাইট – MIDNAPUR PLASTIC INDUSTRIES PVT. LTD.
  • কাজের মেয়াদ – এই কাজে কমপক্ষ্যে ১ বছরের চুক্তি ভিত্তিতে নিয়োগ করা হবে
  • আবেদনের শেষ দিন – এই কাজে আবেদনের শেষ দিন ২৩ সেপ্টেম্বর, ২০২৪ বেলা ১২টার মধ্যে অফলাইনে আবেদন করা যাবে। আবেদন জমা করতে পারবেন হলদিয়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, হলদিয়া লেবার কমিশনের অফিস অথবা নিয়োগকারী সংস্থার অফিসে। এই কাজে অনলাইনে আবেদনের পাশাপাশি হার্ড কপি জমা করতে হবে। নিয়োগকারী সংস্থার যোগাযোগ – Ambuja City Centre Mall, Haldia, PIN- 721657
  • এই কাজে নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে MIDNAPUR PLASTIC INDUSTRIES PVT. LTD. JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।

২।  Job Memo No.: RC/IDPIL/02/24-25

  • কাজের নাম – HELPER
  • শূন্যপদ – ০৪টি
  • শিক্ষাগত যোগ্যতা – এই কাজে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোনও উল্লেখ নেই
  • প্রয়োজনীয় স্কিল ও অভিজ্ঞতা – এই কাজের ক্ষেত্রে অনভিজ্ঞরাও আবেদন জমা করতে পারবেন
  • বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৫৮ বছরের মধ্যে থাকতে হবে
  • কাজের সাইট – IVL DHUNSERI PETROCHEM INDUSTRIES PVT. LTD.
  • নিয়োগকারী সংস্থা – RAJ CONSTRUCTION
  • কাজের মেয়াদ – এই কাজে কমপক্ষ্যে ১ বছরের চুক্তি ভিত্তিতে নিয়োগ করা হবে
  • আবেদনের শেষ দিন – এই কাজে আবেদনের শেষ দিন ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ বেলা ১২টার মধ্যে অফলাইনে আবেদন করা যাবে। আবেদন জমা করতে পারবেন হলদিয়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, হলদিয়া লেবার কমিশনের অফিস অথবা নিয়োগকারী সংস্থার অফিসে। এই কাজে অনলাইনে আবেদনের পাশাপাশি হার্ড কপি জমা করতে হবে। নিয়োগকারী সংস্থার যোগাযোগ – Contact Person : Srimanta Maiti, Ph.– 7001490991 / 7679770146
  • এই কাজে নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে RAJ CONSTRUCTION JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।

৩। Job Memo No.: HPL/PCTL/2024/SEPT/001

  • কাজের নাম – HELPER
  • শূন্যপদ – ১০টি
  • শিক্ষাগত যোগ্যতা – এই কাজে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোনও উল্লেখ নেই
  • প্রয়োজনীয় স্কিল – কুলিং টাওয়ারে কাজের অভিজ্ঞতা থাকলে তবেই আবেদন করতে পারেন
  • প্রয়োজনীয় অভিজ্ঞতা – এই কাজে আবেদনের ক্ষেত্রে কমপক্ষ্যে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন
  • বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে থাকতে হবে
  • কাজের সাইট – HALDIA PETROCHEMICALS LTD.
  • নিয়োগকারী সংস্থা – PAHARPUR COOLING TOWERS LIMITED
  • কাজের মেয়াদ – এই কাজে কমপক্ষ্যে ৬ মাসের চুক্তি ভিত্তিতে নিয়োগ করা হবে
  • আবেদনের শেষ দিন – এই কাজে আবেদনের শেষ দিন ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ বেলা ১২টার মধ্যে অফলাইনে আবেদন করা যাবে। আবেদন জমা করতে পারবেন হলদিয়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, হলদিয়া লেবার কমিশনের অফিস অথবা নিয়োগকারী সংস্থার অফিসে। অনলাইনে আবেদন করতে পারবেন ওইদিন রাত্রি ১২টা পর্যন্ত। নিয়োগকারী সংস্থার ঠিকানা – PAHARPUR COOLING TOWERS LIMITED, Site Office – C/o. HPL, P.O. & P.S.- Durgachak, Haldia, PIN-721602, – 033-24792050
  • এই কাজে নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে PAHARPUR COOLING TOWERS LIMITED JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।

৪। Job Memo No.: APE/AWL/09-24/84

  • কাজের নাম – UN-SKILLED LABOUR
  • শূন্যপদ – ২০টি
  • শিক্ষাগত যোগ্যতা – এই কাজে আবেদনের ক্ষেত্রে ৮ম শ্রেণী উত্তীর্ণ হলেই চলবে
  • প্রয়োজনীয় স্কিল ও অভিজ্ঞতা – প্যাকিং ইন্ডাস্ট্রিতে কমপক্ষ্যে ১ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
  • বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ১৯ থেকে ৩০ বছরের মধ্যে থাকতে হবে
  • কাজের সাইট – Adani Wilmar Ltd. Haldia (Unit-III)
  • নিয়োগকারী সংস্থা – A P ENGINEERING PVT LTD
  • কাজের মেয়াদ – এই কাজে কমপক্ষ্যে ৬ মাসের চুক্তি ভিত্তিতে নিয়োগ করা হবে
  • আবেদনের শেষ দিন – এই কাজে আবেদনের শেষ দিন ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ বেলা ১২টার মধ্যে অফলাইনে আবেদন করা যাবে। আবেদন জমা করতে পারবেন হলদিয়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, হলদিয়া লেবার কমিশনের অফিস অথবা নিয়োগকারী সংস্থার অফিসে। এই কাজে অনলাইনে আবেদনের পাশাপাশি হার্ড কপি জমা করতে হবে। নিয়োগকারী সংস্থার যোগাযোগ – – 9734858179
  • এই কাজে নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে A P ENGINEERING PVT LTD JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।

এছাড়াও আরও যে সমস্ত কাজে আবেদন করতে পারবেন সেই কাজগুলোর অফিশিয়াল লিংক দেওয়া রইল। নোটিফিকেশানটি ভালো করে দেখে নিয়ে প্রয়োজন হলে আবেদন জমা করে দিন।

১। ইলেক্ট্রিক্যাল হেল্পার নিয়োগ হচ্ছে IVL Dhunseri Petrochem Industries-এ

২। একঝাঁক সিভিল হেল্পার নিয়োগ হচ্ছে Haldia Petrochemicals Ltd.-

৩। বিপুল পরিমানে হেল্পার নিয়োগ হচ্ছে Haldia Petrochemicals Ltd.-এর জন্য

৪। মজদুর নিয়োগ হচ্ছে Haldia Petrochemicals Ltd.-এ

৫। Haldia Petrochemicals Ltd.-এ কাজের জন্য বিপুল পরিমানে হেল্পারের কাজে আবেদন নেওয়া হচ্ছে।

কিভাবে আবেদন করবেন

অনলাইনে আবেদন করতে হলে প্রথমে রেজিষ্ট্রেশান করবেন। রেজিষ্ট্রেশান করতে হলে Job Seeker Registration Link ক্লিক করুন। তারপর প্রোফাইল আপডেট করবেন এবং তারপরেই অনলাইনে আবেদনের দরজা খুলে যাবে।

যারা আগে থেকে রেজিষ্ট্রেশান করে রেখেছেন তাঁরা নীচে দেওয়া লিংকে ক্লিক করে প্রথমে লগইন করুন।

এরপর বামদিকের Vacanc> Apply List অপশনে ক্লিক করুন। এরপর ওপরে থাকা Job Reference No. টি কপি করে Serch করুন। এবার ডানদিকের Apply বাটনে ক্লিক করে অনলাইনে আবেদন জমা করে দিন।

অফলাইনে আবেদন করতে হবে নির্দিষ্ট ড্রপবক্সে। তারজন্য নীচে দেওয়া লিংক থেকে ফর্মটি ডাউনলোড করে নিন।

Statutory Warning – নিউজবাংলা.কম একটি সংবাদ সংস্থা। আমরা কেবলমাত্র চাকরী সংক্রান্ত সংবাদ প্রকাশ করি। এই সংস্থা কোনওভাবেই কোনও চাকরীপ্রার্থীকে কাজের প্রতিশ্রুতি প্রদান করে না। অর্থের বিনিময়ে কোনও প্রকারে ইন্টারভিউতে বসিয়ে দেওয়া বা চাকরী পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় না। কোনও ধরণের রেজিষ্ট্রেশান ফি, ফেরৎযোগ্য টাকাও দাবী করে না। কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান যদি চাকরীর প্রলোভন দেখিয়ে অর্থ দাবী করে তাহলে নির্দিষ্ট প্রশাসনিক বিভাগের কাছে অভিযোগ জানান। এমন কোনও প্রতারণার ফাঁদে পা দেবেন না।

spot_img

এখন থেকে নিউজবাংলা চ্যানেলে এক ঝলকে পেয়ে যাবেন সমস্ত কেন্দ্র ও রাজ্য সরকারী এবং গুরুত্বপূর্ণ বেসরকারী সংস্থায় কাজের এক্সক্লুসিভ কভারেজ সহ লেটেস্ট আপডেট। তাই আমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব সহ সোশ্যাল পেজগুলিতে লাইক করতে ভুলবেন না।

নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST POSTS

Haldia Job Vacancy : কাজ চাইছেন হলদিয়ায়, এই লোভনীয় শূন্যপদগুলিতে আবেদন করুন এখনই !

নিউজবাংলা জব : কর্মসংবাদ পোর্টালের মাধ্যমে এখন হলদিয়ার বিভিন্ন শিল্পকারখানায় নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশিত হতে শুরু করেছে। এই মুহূর্তে হলদিয়ার (Haldia Job Vacancy) একাধিক গুরুত্বপূর্ণ কারখানায়...

Haldia Job Vacancy : এই মুহূর্তে হলদিয়া শিল্পাঞ্চলে ১০৭টি শূন্যপদে নিয়োগ হচ্ছে, আবেদন করতে হবে দ্রুত !

NewzBangla Job : হলদিয়া শিল্পাঞ্চলে এই মুহূর্তে একাধিক শিল্পাঞ্চলে প্রায় ১০৭টি শূন্যপদে কর্মী নিয়োগ হচ্ছে চুক্তিভিত্তিতে। ইলেক্ট্রিশিয়ান, কম্পিউটার অপারেটার থেকে শুরু করে একাধিক টেকনিক্যাল ও...

Karmasangbad : এবার কর্মসংবাদে যুক্ত হল পশ্চিম মেদিনীপুর, এক ঝলকে দেখে নিন বিস্তারিত কাজের খবর !

NewzBangla Desk :  হলদিয়া, পশ্চিম বর্ধমানের পর এবার কর্মসংবাদ পোর্টালে যুক্ত হল পশ্চিম মেদিনীপুরের শিল্পাঞ্চলগুলি। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলা থেকে আসতে শুরু করেছে কাজের খবর।...

Haldia Job Vacancy : হলদিয়ার গোকুল এগ্রো রিসোর্সে ৮ম শ্রেণী পাশে ১৬০টি নিয়োগ, আর কোন কোন সংস্থায় শূন্যপদে আবেদন জেনে নিন এখনই !

নিউজবাংলা জব : হলদিয়া শিল্পাঞ্চলের জনপ্রিয় শিল্পসংস্থা গোকুল এগ্রো রিসোর্স লিমিটেডে ৮ম শ্রেণী পাশের ওপর ১৬০টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। চুক্তিভিত্তিতে হলেও দীর্ঘ মেয়াদে এই...

Follow us

14,000FansLike
2,500FollowersFollow
5,500SubscribersSubscribe

Most Popular

spot_img