নিউজবাংলা : অ্যাভিয়েটর ও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে ১৬০ জনকে নেবে (Job Vacancy) ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন। প্রার্থী বাছাই করবে ন্যাশনাল ইনস্টিটিউট অব ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনফর্মেশন টেকনোলজি।
শূন্যপদের বিবরণ : অ্যাভিয়েটর-টু : ২২টি (সাধারণ ১১, তফসিলি জাতি ৩, তফসিলি উপজাতি ১, ও বি সি ৫, আর্থিক ভাবে অনগ্রসর ২)। শিক্ষাগত যোগ্যতা: নিম্নলিখিত ইঞ্জিনিয়ারিং বিষয়গুলির মধ্যে যে-কোনও একটিতে বি ই বা বি টেক অথবা ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সের (ইন্ডিয়া) সেকশন ‘এ’, ‘বি’ পাশ। নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে অন্তত দু’টি বিষয় স্নাতক স্তরে পড়ে থাকলেও আবেদন করা যাবে।
বিষয়গুলি হল : ইলেক্ট্রনিক্স, কমিউনিকেশন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, (অ্যাভিওনিক্স), টেলিকমিউনিকেশন, অ্যাপ্লায়েড ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স (মাইক্রোওয়েভ), পাওয়ার ইলেক্ট্রনিক্স, অ্যাপ্লায়েড ইলেক্ট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, কম্পিউটার সায়েন্স।
এছাড়াও কম্পিউটার, ইনফর্মেশন টেকনোলজি, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, এয়ারক্রাফট মেইন্টেন্যান্স, মেকানিক্যাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমেশন, ইনস্ট্রুমেন্টেশন, অ্যাপ্লায়েড ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, মেকাট্রনিক্স। অথবা ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেক্ট্রনিক্স, অ্যাপ্লায়েড ইলেক্ট্রনিক্স, পাওয়ার ইলেক্ট্রনিক্স, ম্যাথমেটিক্স, অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটিং, ইনফর্মেটিক্স, ফিজিক্স, অ্যাপ্লায়েড ফিজিক্সের মধ্যে যে-কোনও একটি বিষয়ে মাস্টার ডিগ্রি।
এয়ার উইংয়ে এন সি সি ‘সি’ সার্টিফিকেট থাকলে, অ্যাভিয়েশন অপারেশন, অ্যারো-মডেলিং, জি আই এস-সম্পর্কিত বিষয়ে যোগ্যতা থাকলে অগ্রাধিকার। দৈহিক মাপজোক : উচ্চতা: পুরুষ ১৫৫ সেমি (মহিলা ১৫০ সেমি)। দৃষ্টিশক্তি: চশমাছাড়া এক চোখে ৬/৬ ও অন্য চোখে ৬/৯। বর্ণান্ধতা থাকা চলবে না। শারীরিক ও মানসিক ভাবে সুস্থ হতে হবে। বয়স : নির্দিষ্ট তারিখে ৩৫ বছরের মধ্যে হতে হবে। বেতনক্রম : ৫৬,১০০-১,৭৭,৫০০ টাকা।
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-টু : শাখানুসারে শূন্যপদ: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফর্মেশন টেকনোলজি: ৮১টি (সাধারণ ৩৪, তফসিলি জাতি ১২, তফসিলি উপজাতি ৫, ও বি সি ২২, আর্থিক ভাবে অনগ্রসর ৮)। এর মধ্যে ৩টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত হবে। ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন: ৭৯টি (সাধারণ ৩৩, তফসিলি জাতি ১১, তফসিলি উপজাতি ৫, ও বি সি ২২, আর্থিক ভাবে অনগ্রসর ৮)। এর মধ্যে ৩টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত হবে।
শিক্ষাগত যোগ্যতা : নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে যে-কোনও একটিতে বি ই বা বি টেক অথবা ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সের (ইন্ডিয়া) সেকশন ‘এ’, ‘বি’ পাশ। শাখানুসারে বিষয়গুলি হল : কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফর্মেশন টেকনোলজি: কম্পিউটার সায়েন্স, কম্পিউটার্স, ইনফর্মেশন টেকনোলজি, ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ইনফর্মেশন সায়েন্স, বিগ ডেটা অ্যানালিটিক্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, জিওইনফর্মেটিক্স, সাইবার সিকিউরিটি, জিওম্যাটিক্স, ওস্পেসিয়াল ইনফর্মেশন সিস্টেম, ইনফর্মেশন সিকিউরিটি, মেকানিক্যাল, রিমোট সেন্সিং, ডিপ লার্নিং, রোবোটিক্সের মধ্যে যে-কোনও একটি বিষয়ে ব্যাচেলর্স ডিগ্রি।
অথবা উপরোক্ত বিষয়গুলির মধ্যে যে-কোনও দু’টি বিষয় স্নাতক স্তরে পড়ে থাকলেও আবেদন করা যাবে। অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা স্ট্যাটিস্টিক্স বা ম্যাথমেটিক্সে স্নাতকোত্তর ডিগ্রি। অথবা কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার সিস্টেমস, কম্পিউটার টেকনোলজি, ডেটা সায়েন্স, বিগ ডেটা অ্যানালিটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ইনফর্মেশন টেকনোলজি, সাইবার সিকিউরিটি।
এছাড়াও ইনফর্মেশন সায়েন্স, ডেটা সায়েন্স অ্যান্ড স্পেসিয়াল অ্যানালিটিক্স, জিওইনফর্মেটিক্স, ম্যাথমেটিক্স, অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্স, সাইবার ল অ্যান্ড ইনফর্মেশন সিকিউরিটি, জিওম্যাটিক্স, জিওস্পেসিয়াল ইনফর্মেশন সিস্টেম, ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটিং, ইনফর্মেটিক্স, ফিজিক্স, অ্যাপ্লায়েড ফিজিক্স, রিমোট সেন্সিং এবং স্ট্যাটিস্টিক্সের মধ্যে যে-কোনও একটি বিষয়ে এম এসসি।
ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন : নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে যে-কোনও একটিতে বি ই বা বি টেক অথবা ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সের (ইন্ডিয়া) সেকশন ‘এ’, ‘বি’ পাশ। বিষয়গুলি হল: ইলেক্ট্রনিক্স, কমিউনিকেশন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, (অ্যাভিওনিক্স), টেলিকমিউনিকেশন, অ্যাপ্লায়েড ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কম্পিউটার, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স (মাইক্রোওয়েভ),পাওয়ার ইলেক্ট্রনিক্স, অ্যাপ্লায়েড ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স ইনস্ট্রুমেন্ট অ্যান্ড কন্ট্রোল, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল মেকাট্রনিক্স, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনট্রুমেন্টেশন।
উপরোক্ত বিষয়গুলির মধ্যে যে কোনও দু’টি বিষয় স্নাতক স্তরে পড়ে থাকলেও আবেদন করা যাবে। অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা স্ট্যাটিস্টিক্স বা ম্যাথমেটিক্সে স্নাতকোত্তর ডিগ্রি। অথবা অথবা ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেক্ট্রনিক্স, অ্যাপ্লায়েড ইলেক্ট্রনিক্স, পাওয়ার ইলেক্ট্রনিক্স, ম্যাথমেটিক্স, অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটিং, ইনফমেটিক্স, নেটওয়ার্কিং, ফিজিক্স, অ্যাপ্লায়েড ফিজিক্সের মধ্যে যে-কোনও একটি বিষয়ে এম এসসি।
বর্ণান্ধতা থাকা চলবে না।
বয়স : নির্দিষ্ট তারিখে ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতনক্রম : ৪৪,৯০০-১,৪২,৪০০ টাকা।
সংরক্ষিত ক্যাটেগরির প্রার্থীরা নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।
প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা (২০০ নম্বরের) এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। এ রাজ্যের পরীক্ষাকেন্দ্র কলকাতা। লিখিত পরীক্ষা ৫ মার্চ।
অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে : https://ntro.gov.in দরখাস্ত করা যাবে ৩১ ডিসেম্বর থেকে ২১ জানুয়ারি পর্যন্ত। দরখাস্তের সময় প্রার্থীর ফটো, সই, বয়স ও শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্র, কাস্ট এবং ও বি সি সার্টিফিকেট, আর্থিক ভাবে অনগ্রসর ও দৈহিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ সার্টিফিকেট, সচিত্র পরিচয়পত্র ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। দরখাস্তের ফি বাবদ অনলাইনে দিতে হবে ৫০০ টাকা। মহিলা, তফসিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের কোনও ফি লাগবে না।
ফি দিয়ে পাওয়া ই-রিসিপ্ট এবং সাবমিট করা দরখাস্তের এক কপি করে প্রিন্ট আউট নিয়ে নেবেন। এগুলি কোথাও পাঠাতে হবে না। নিজের কাছে রাখবেন। পরে কাজে লাগবে। খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইটে।