হলদিয়া : হলদিয়ার ইন্দোরামা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডে চুক্তিভিত্তিতে বেশ কিছু কর্মী নিয়োগ করছে EDIFICE ENGINEERING নামের একটি সংস্থা। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা এই কাজের জন্য আবেদন করতে পারবেন। আগের মতোই অনলাইন ও অফলাইন দুই পদ্ধতিতেই এই কাজে আবেদন করা যাবে। অফলাইনের ক্ষেত্রে নিয়োগকারী সংস্থার ড্রপবক্সে আবেদনপত্র জমা করা যাবে। এছাড়াও আর কোন কোন জায়গায় অফলাইনে আবেদন (Haldia Job Vacancy) জমা করা যাবে তার বিস্তারিত তথ্য জেনে নিন পেজটি স্ক্রল করে। আর অনলাইনে আবেদনের জন্যও নির্ধারিত গাইডলাইনগুলি পেজ স্ক্রল করে দেখে নিতে পারেন।
হলদিয়া শিল্পাঞ্চলে চুক্তিভিত্তিতে শ্রমিক নিয়োগ কেবলমাত্র সরকারী পোর্টালের মাধ্যমেই সম্পন্ন হচ্ছে। প্রতিটি নিয়োগের বিজ্ঞপ্তি সরকারী পোর্টালে প্রকাশিত হচ্ছে। যারা হলদিয়া শিল্পাঞ্চলে বিভিন্ন টেকনিক্যাল বা নন টেকনিক্যাল কাজে আগ্রহী তাঁরা অবশ্যই নিউজবাংলা’র পেজে নজর রাখুন নিয়মিত আপডেট-পাওয়ার জন্য। এবার দেখে নিন কোন কোন কাজে আবেদনের সুযোগ রয়েছে
১। কাজের নাম – অপারেটর (Operator)
- শূন্যপদ – ১টি
- শিক্ষাগত যোগ্যতা – দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ
- টেকনিক্যাল নলেজ – সার্টিফিকেট সহ কমপক্ষ্যে ১২ বছর বা তার বেশী কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
- বয়স সীমা – ১৯ থেকে ৩০ বছরের মধ্যে
২। কাজের নাম – গ্যাস কাটার (Gas Cutter)
- শূন্যপদ – ০৩টি
- শিক্ষাগত যোগ্যতা – দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ
- টেকনিক্যাল নলেজ – সার্টিফিকেট সহ কমপক্ষ্যে ২ বছর বা তার বেশী কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
- বয়স সীমা – ১৯ থেকে ৩০ বছরের মধ্যে
৩। কাজের নাম – রিগার (RIGGER)
- শূন্যপদ – ০৬টি
- শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক পাশ
- টেকনিক্যাল নলেজ – সার্টিফিকেট সহ কমপক্ষ্যে ৩ বছর বা তার বেশী কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
- বয়স সীমা – ১৯ থেকে ৩০ বছরের মধ্যে
৪। কাজের নাম – হেল্পার (HELPER)
- শূন্যপদ – ০৪টি
- শিক্ষাগত যোগ্যতা – প্রয়োজন নেই
- টেকনিক্যাল নলেজ – কমপক্ষ্যে ১ বছর বা তার বেশী কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
- বয়স সীমা – ১৯ থেকে ৩০ বছরের মধ্যে
উপরোক্ত কাজে নিয়োগকারী সংস্থা – EDIFICE ENGINEERING
কাজের সাইট – lNDORAMA India Pvt. Limited
বেতনক্রম – সরকার নির্ধারিত মিনিমাম ওয়েজেস, সঙ্গে পিএফ, ইএসআই। কাজের সময় ও ওভারটাইম সরকারী নির্ধারিত ওয়েজেস।
আবেদনের শেষ দিন – ৯ জানুয়ারী, ২০২৩ (অনলাইন ও অফলাইন উভয়ের ক্ষেত্রে)
কাজের শ্রেণী – চুক্তিভিত্তিতে
উপরোক্ত কাজের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে – EDIFICE ENGINEERING JOB VACANCY এই লিংক-এ ক্লিক করুন। আরও যে সমস্ত কাজে আবেদনের মেয়াদ শীঘ্রই শেষ হচ্ছে সে বিষয়ে জানতে নীচের লিংকগুলিতে ক্লিক করুন।
আরও পড়ুন – ইমামি এগ্রোটেকে চুক্তি ভিত্তিতে ৩০ জন নিয়োগ, আবেদন করুন দ্রুত !
আরও পড়ুন – মডার্ন ইন্ডিয়া কনকাস্ট-এ ৫০ টি শূন্যপদ, হলদিয়া পেট্রোকেমে ৪ কর্মী চুক্তিভিত্তিতে নিয়োগ !
অফলাইনে আবেদন করার পদ্ধতি ও নির্ধারিত ফর্ম ও গাইডলাইন (কোথায় কিভাবে অফলাইন আবেদন, এবং আবেদনের ফর্মটি পেতে এই লিংক–এ ক্লিক করুন)–এই লিংক থেকে দেখে নিন। অফলাইনে আবেদনের জন্য সংস্থার ঠিকানা জানতে হলে EDIFICE ENGINEERING JOB VACANCY এই অফিসিয়াল নোটিশটিতে ক্লিক করুন।
এছাড়াও যারা অনলাইনে আবেদন করতে চান এই গাইডলাইন ফলো করুন। (কিভাবে অনলাইন রেজিষ্ট্রেশান দেখতে এখানে ক্লিক করুন), অনলাইন প্রোফাইল আপডেট (কিভাবেই বা করবেন অনলাইনে প্রোফাইল আপডেট জানতে এই লিংক–এ ক্লিক করুন)।
Statutory Warning – নিউজবাংলা.কম একটি সংবাদ সংস্থা। আমরা কেবলমাত্র চাকরী সংক্রান্ত সংবাদ প্রকাশ করি। এই সংস্থা কোনওভাবেই কোনও চাকরীপ্রার্থীকে কাজের প্রতিশ্রুতি প্রদান করে না। অর্থের বিনিময়ে কোনও প্রকারে ইন্টারভিউতে বসিয়ে দেওয়া বা চাকরী পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় না। কোনও ধরণের রেজিষ্ট্রেশান ফি, ফেরৎযোগ্য টাকাও দাবী করে না। কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান যদি চাকরীর প্রলোভন দেখিয়ে অর্থ দাবী করে তাহলে এমন কোনও প্রতারণার ফাঁদে পা দেবেন না।