নিউজবাংলা জব : বিভিন্ন পদে ৩৫০ জন কর্মী নেবে টাটা মেমোরিয়াল সেন্টার। এটি কেন্দ্রের (Sarkari Naukri) অ্যাটমিক এনার্জি মন্ত্রকের অধীনস্থ একটি স্বশাসিত সংস্থা। নার্স ‘এ’, নার্স ‘বি’, অ্যাটেন্ড্যান্ট, ট্রেড হেল্পার ও লোয়ার ডিভিশন ক্লার্ক পদে প্রার্থীদের নিয়োগ করা হবে মুম্বইয়ের টাটা মেমোরিয়াল হসপিটাল, ভাইজ্যাগ ও বিহারের হোমি ভাবা ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, পাঞ্জাবের হোমি ভাবা ক্যান্সার হসপিটাল এবং বেনারসের মহামান্য পণ্ডিত মদন মোহন মালব্য ক্যান্সার সেন্টারে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর: TMC/AD/108/2022।
এক ঝলকে দেখে নিন শূন্যপদের বিবরণ :
১। পদের নাম – লোয়ার ডিভিশন ক্লার্ক
- শূণ্যপদ : ১৮টি (সাধারণ ৫, তফসিলি জাতি ৩, তফসিলি উপজাতি ৩, ও বি সি ৬, আর্থিক ভাবে অনগ্রসর ১)।
- শিক্ষাগত যোগ্যতা : স্নাতক। সেই সঙ্গে মাইক্রোসফট অফিস বিষয়ে তিন মাসের কম্পিউটার কোর্স করে থাকতে হবে। কম্পিউটার বা ইনফর্মেশন টেকনোলজি বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমা থাকলে কম্পিউটার কোর্স না করে থাকলেও চলবে। পাশাপাশি, সব ক্ষেত্রেই সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- বয়স : ২৭ বছরের মধ্যে হতে হবে।
- বেতন : ১৯,৯০০ টাকা। সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধা। নিয়োগ করা হবে মুম্বইয়ে।
২। পদের নাম – অ্যাটেন্ড্যান্ট
- শূণ্যপদ : ভাইজ্যাগের ক্ষেত্রে ১০টি (সাধারণ ৫, তফসিলি জাতি ১, ও বি সি ২, আর্থিক ভাবে অনগ্রসর ১, দৃষ্টিসংক্রান্ত প্রতিবন্ধী ১)। পাঞ্জাবের ক্ষেত্রে ১০টি (সাধারণ ৫, তফসিলি জাতি ১, ও বি সি ২, আর্থিক ভাবে অনগ্রসর ১, দৃষ্টিসংক্রান্ত প্রতিবন্ধী ১)।
- শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক বা সমতুল। সেই সঙ্গে ফাইলিং, রেকর্ড কিপিং, ডিসপ্যাচের কাজ, ফটোকপি মেশিন চালানো, ধুলো ঝাড়া, ধোয়াধুয়ির কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- বয়স : ২৫ বছরের মধ্যে হতে হবে।
- বেতন : ১৮,০০০ টাকা। সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধা।
৩। পদের নাম – ট্রেড হেল্গার
- শূণ্যপদ : ভাইজ্যাগের ক্ষেত্রে ৩৫টি (সাধারণ ১৫, তফসিলি জাতি ৫, তফসিলি উপজাতি ২, ও বি সি ৯, আর্থিক ভাবে অনগ্রসর ৩, শ্রবণসংক্রান্ত প্রতিবন্ধী ১)। পাঞ্জাবের ক্ষেত্রে ৩৫টি (সাধারণ ১৫, তফসিলি জাতি ৫, তফসিলি উপজাতি ২, ও বি সি ৯, আর্থিক ভাবে অনগ্রসর ৩, শ্রবণসংক্রান্ত প্রতিবন্ধী ১)।
- শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক বা সমতুল। সেই সঙ্গে অপারেশন থিয়েটার, আই সি ইউ, ডায়গনস্টিক সার্ভিস, ল্যাবরেটরি, ইঞ্জিনিয়ারিং সরঞ্জামের দেখাশোনা-সহ অফিসের বিবিধ কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- বয়স : ২৫ বছরের মধ্যে হতে হবে।
- বেতন : ১৮,০০০ টাকা। সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধা।
৪। পদের নাম – নার্স ‘এ’
- শূন্যপদ – মুম্বইয়ের ক্ষেত্রে ১২২টি (সাধারণ ৪০, তফসিলি জাতি ১৫, তফসিলি উপজাতি ২১, ও বি সি ৩৭, আর্থিক ভাবে অনগ্রসর ৯)। বিহার এবং বেনারসের ক্ষেত্রে ৯০টি (সাধারণ ৪১, তফসিলি জাতি ১৩, তফসিলি উপজাতি ৩, ও বি সি ২৪, আর্থিক ভাবে অনগ্রসর ৯)।
- শিক্ষাগত যোগ্যতা : জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি-সহ অঙ্কোলজি নার্সিংয়ে ডিপ্লোমা। সেই সঙ্গে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ১ বছরের কাজের অভিজ্ঞতা। অথবা বেসিক বা পোস্ট বেসিক বি এসসি (নার্সিং)-সহ ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিলে প্রার্থীর নাম নথিভুক্ত থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই হেপাটাইটিস ভ্যাকসিন নিয়ে থাকতে হবে।
- বয়স : ৩০ বছরের মধ্যে হতে হবে।
- শুরুতে বেতন : ৪৪,৯০০ টাকা। সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধা।
৫। পদের নাম – নার্স ‘বি’
- শূন্যপদ – ৩০টি (সাধারণ ১৪, তফসিলি জাতি ৪, তফসিলি উপজাতি ২, ও বি সি ৮, আর্থিক ভাবে অনগ্রসর ২)। শিক্ষাগত যোগ্যতা: জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি-সহ অঙ্কোলজি নার্সিংয়ে ডিপ্লোমা। সেই সঙ্গে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ৬ বছরের কাজের অভিজ্ঞতা। অথবা বি এসসি (নার্সিং) বা পোস্ট বেসিক বি এসসি (নার্সিং)-সহ ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ৬ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিলে প্রার্থীর নাম নথিভুক্ত থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই হেপাটাইটিস ভ্যাকসিন নিয়ে থাকতে হবে। কোনও প্রশাসনিক অভিজ্ঞতা থাকলে অথবা অঙ্কোলজি-সংক্রান্ত অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।
- বয়স : ৩৫ বছরের মধ্যে হতে হবে।
- বেতন : ৪৭,৬০০ টাকা। সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধা। নিয়োগ করা হবে বিহার এবং বেনারসে।
এই সংক্রান্ত জরুরী কিছু তথ্য :
- ১০-১-২০২৩ তারিখে প্রার্থীর নির্ধারিত বয়স হতে হবে। তফসিলিরা ৫, ও বি সি-রা ৩ এবং দৈহিক প্রতিবন্ধীরা ১০ বছরের ছাড় পাবেন।
- প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা ও ট্রেড টেস্টের মাধ্যমে। লিখিত পরীক্ষা ১০০ নম্বর ও স্কিল টেস্ট ৫০ নম্বরের।
- অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে : http://www.tmc.gov.in অনলাইন দরখাস্তের শেষ তারিখ ১০ জানুয়ারি। অনলাইনে ফি বাবদ দিতে হবে ৩০০ টাকা। ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে ফি দেওয়া যাবে। মহিলা, তফসিলি, দৈহিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের ফি দিতে লাগবে না।