HomeUncategorizedCentral Govt Job : মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য কেন্দ্রীয় সরকারে ১২,৫২৩ মাল্টি...

Central Govt Job : মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য কেন্দ্রীয় সরকারে ১২,৫২৩ মাল্টি টাস্কিং স্টাফ, হাবিলদার নিয়োগ !

-

Central Govt Job : মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য কেন্দ্রীয় সরকারে ১২,৫২৩ মাল্টি টাস্কিং স্টাফ, হাবিলদার নিয়োগ !

spot_img
spot_img

নিউজবাংলা জব :  কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ ও অফিসে কাজের জন্য ‘মাল্টি টাস্কিং (ননটেকনিক্যাল) স্টাফ’ ও ‘হাবলদার’ পদে ১২,৫২৩ জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। এই পদের শূন্যপদ ১১,৪০৯ থেকে বেড়ে ১২,৫২৩ জন হয়েছে। কোন পদে কোন রিজিয়নে ও কোন রাজ্যে ক’টি শূন্যপদ তা নিচে দেওয়া হল। চাকরি হবে জেনারেল সেন্ট্রাল সার্ভিস ‘গ্রুপ-সি’ নন-গেজেটেড নন মিনিস্ট্রিয়াল পদে। মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা দুই পদের জন্যই আবেদন করতে পারেন।

হাবিলদার পদ-এর বেলায়  – শরীরের  মাপজোখ  হবে

  • ছেলেদের ক্ষেত্রে লম্বায় অন্তত ১৫৭.৫ সেমি (গোর্খা ও তপশিলী উপজাতি হলে ১৫২.৫ সেমি),
  • বুকের ছাতি অন্তত ৮১ সেমি (অন্তত ৫ সেমি ফোলানোর ক্ষমতা থাকতে হবে)।
  • মেয়েদের ক্ষেত্রে লম্বায় অন্তত ১৫২ সেমি (গোর্খা ও তপশিলী উপজাতি হলে ১৪৯.৫ সেমি)
  • আর ওজন অন্তত ৪৮ কেজি (গোর্খা ও তপশিলী উপজাতি হলে ৪৬ কেজি)।

বয়সমাল্টি টাস্কিং স্টাফ হাবিলদার (সেন্ট্রাল ব্যুরো অফ ন্যারকোটিক্সের রেভেনিউ বিভাগের জন্য) ১-১-২০২৩’র হিসাবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। জন্মতারিখ – ২-১-১৯৯৮ থেকে ১-১-২০০৫ এর মধ্যে।

হাবিলদার (সেন্ট্রাল বোর্ড অফ ইনডায়রেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টমসের রেভেনিউ বিভাগের জন্য) আর মাল্টি টাস্কিং স্টাফ-এর কিছু পদের জন্য ১-১-২০২৩’র হিসাবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে, অর্থাৎ জন্ম-তারিখ হতে হবে ২-১-১৯৯৬ থেকে ১-১-২০০৫ এর মধ্যে।

ও.বি.সি. সম্প্রদায়ের প্রার্থীরা ৩ বছর, তপশিলীরা ৫ বছর, দৈহিক প্রতিবন্ধীরা ১০ (তপশিলী হলে ১৫, ও.বি.সি. হলে ১৩) বছর, বিধবা,বিবাহ-বিচ্ছিন্না মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে ১০ (তপশিলী হলে ১৫, ও.বি.সি. হলে ১৩) বছর ও কেন্দ্রীয় সরকারি কর্মী আর প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন।

মূল মাইনে – পে ম্যাট্রিক্স সপ্তম পে কমিশন অনুযায়ী।

শূন্যপদ :-

  • মাল্টি টাস্কিং স্টাফ পদে (১৮ থেকে ২৫ বছরের মধ্যে বয়সের প্রার্থীদের) ৯,৩২৯টি
  • মাল্টি টাস্কিং স্টাফ পদে (১৮ থেকে ২৭ বছরের মধ্যে বয়সের প্রার্থীদের) ২,৬৬৫টি
  • হাবিলদার পদে ৫২১টি।
spot_img

এখন থেকে নিউজবাংলা চ্যানেলে এক ঝলকে পেয়ে যাবেন সমস্ত কেন্দ্র ও রাজ্য সরকারী এবং গুরুত্বপূর্ণ বেসরকারী সংস্থায় কাজের এক্সক্লুসিভ কভারেজ সহ লেটেস্ট আপডেট। তাই আমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব সহ সোশ্যাল পেজগুলিতে লাইক করতে ভুলবেন না।

নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST POSTS

Haldia Job Vacancy : কাজ চাইছেন হলদিয়ায়, এই লোভনীয় শূন্যপদগুলিতে আবেদন করুন এখনই !

নিউজবাংলা জব : কর্মসংবাদ পোর্টালের মাধ্যমে এখন হলদিয়ার বিভিন্ন শিল্পকারখানায় নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশিত হতে শুরু করেছে। এই মুহূর্তে হলদিয়ার (Haldia Job Vacancy) একাধিক গুরুত্বপূর্ণ কারখানায়...

Haldia Job Vacancy : হলদিয়া শিল্পাঞ্চলে এই মুহূর্তে কোন কোন কারখানায় নিয়োগ, কারা আবেদন করতে পারবেন জেনে নিন এখনই !

হলদিয়া : এই মুহূর্তে হলদিয়া শিল্পাঞ্চলের একাধিক কারখানায় নিয়োগ হচ্ছে একঝাঁক টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল কর্মী। যে সমস্ত কাজে আবেদন করা যাবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য...

Haldia Job Vacancy : এই মুহূর্তে হলদিয়া শিল্পাঞ্চলে ১০৭টি শূন্যপদে নিয়োগ হচ্ছে, আবেদন করতে হবে দ্রুত !

NewzBangla Job : হলদিয়া শিল্পাঞ্চলে এই মুহূর্তে একাধিক শিল্পাঞ্চলে প্রায় ১০৭টি শূন্যপদে কর্মী নিয়োগ হচ্ছে চুক্তিভিত্তিতে। ইলেক্ট্রিশিয়ান, কম্পিউটার অপারেটার থেকে শুরু করে একাধিক টেকনিক্যাল ও...

Karmasangbad : এবার কর্মসংবাদে যুক্ত হল পশ্চিম মেদিনীপুর, এক ঝলকে দেখে নিন বিস্তারিত কাজের খবর !

NewzBangla Desk :  হলদিয়া, পশ্চিম বর্ধমানের পর এবার কর্মসংবাদ পোর্টালে যুক্ত হল পশ্চিম মেদিনীপুরের শিল্পাঞ্চলগুলি। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলা থেকে আসতে শুরু করেছে কাজের খবর।...

Follow us

14,000FansLike
2,500FollowersFollow
5,500SubscribersSubscribe

Most Popular

spot_img